আমাদের কথা খুঁজে নিন

   

'জাতীয় ই-তথ্যকোষ' উদ্বোধন আজ



'জাতীয় ই-তথ্যকোষ' http://www.infokosh. bangladesh.gov.bd উদ্বোধন হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন। ই-তথ্যকোষ মূলত সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের তথ্যের ভাণ্ডার। এ তথ্যভাণ্ডারে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, নাগরিক সেবা, অকৃষি উদ্যোগ, পর্যটন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য এবং কর্মসংস্থান বিভাগে সংশ্লিষ্ট বিষয়ে চার হাজারেরও বেশি নিবন্ধ রয়েছে। সাধারণ মানুষের যেসব তথ্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেগুলো এ তথ্যকোষে পাওয়া যাবে।

যেকোনো ব্যক্তি বিনা মূল্যে এ তথ্যকোষ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে। তথ্যগুলোকে ওয়েব (এইচটিএমএল), ডকুমেন্টস (পিডিএফ), চিত্র, অডিও, ভিডিও ও অ্যানিমেশন আকারে দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য একই প্লাটফর্মে সমন্বিত করার উদ্দেশ্যে ইউএনডিপির অর্থায়ন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাঙ্সে টু ইনফরমেশন প্রোগ্রামের উদ্যোগে জাতীয় ই-তথ্যকোষ তৈরি করা হয়েছে। জানা গেছে, জাতীয় ই-তথ্যকোষ গড়ে উঠেছে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের তৈরি ও প্রকাশিত গবেষণাধর্মী তথ্যের ভিত্তিতে। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তথ্য দিয়ে এ তথ্যকোষকে সমৃদ্ধ করছে ১৪৮টি সরকারি প্রতিষ্ঠান (বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও অধিদপ্তর) এবং ৫০টি দেশি-বিদেশি বেসরকারি সংস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবদুল করিম, এটুআই প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান এবং ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিজনার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.