আমাদের কথা খুঁজে নিন

   

কারে বলি ভাই? বোবার মত বসে থাকা ছাড়া কোন উপায় আজি নাই...

আমি ২০০৯ এর ঘটনা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভাল পড়াশোনার জন্য হল ছেড়ে ৩ বন্ধু মিলে বাসা নিলাম। গুপিবাগে ৩ বন্ধু মিলে একসাথে একটি ছোট্ট রুমে থাকতাম, একসাথে খেতাম। এরই মাঝে এক বন্ধু তার Destiny নিয়ে ব্যাপক চিন্তিত হয়ে অবশেষে নিজের Destiny ফেরাতে Destiny তে যোগ দিল।

ক্লাস শেষে বাকিটা সময় Destiny র কাজেই ব্যয় করতো। আমরা বাকি দুজন সময় পেলেই তাকে বোঝাতে চাইতাম এইসব ছার, প্রয়োজনে আমাদের মত স্টুডেন্ট পড়া, তাতেও কিছু আসবে। সত্যি বলতে কি একটা সময় আমরা বিরক্ত হয়ে ওকে অনেক কটু কথা ও বলেছি যা বলা ঠিক হয়নি। কিন্তু আমাদের লক্ষ্য ছিল ওকে ভুল পথ থেকে সরিয়ে আনা। কিন্তু আমরা ব্যর্থ হই।

সে স্ব-পরিবারে এর সাথে জড়িয়ে পড়ে। একদিন ওকে প্রশ্ন করেছিলাম “ Destiny র নামে এই যে মিডিয়ায় নানা রিপোর্ট হচ্ছে তার পর ও কি তোর Destiny কে বিশ্বাস হয়?” ও আমাকে খুব সুন্দর করে উত্তর দিয়েছিল তার পুরোটা গুছিয়ে বলতে পারবো না কিন্তু মানেটা ছিল এই রকম—“ আমাদের(Destiny) সাফল্য দেখে নানা মিডিয়া নানা গুজব ছড়াচ্ছে। এই গুজবের প্রতিবাদ করার জন্যই আমরাও মিডিয়া ব্যবহার করবো, আমাদেরও নিজেদের মিডিয়া আসছে...( বৈশাখী টিভি, Destiny সংবাদপত্র... আরও অনেক)” । এখানে উল্লেখ্য এই কথাটা আমার বন্ধু বলেছিল ২০০৯ এ। এর পর যখন Destiny র ফাঁকিবাজির / প্রতারনার সব তথ্য একে একে মিডিয়া গুলোতে প্রচার হতে থাকে তখন বৈশাখী টিভি ছাড়লেই দেখা যেত Destiny’র জয়জংকার।

কাল বাসায় বসে টিভি দেখতে দেখতে খুব বিরক্ত লাগছিলো তাই একটু দিগন্ত টিভি চালালাম। ৫ মিনিট পর আমার অনুভূতি শক্তিতে ব্যাপক তারতম্য লক্ষ্য করছিলাম। মনে হচ্ছিলো আমি পৃথিবীর অন্য কোন গ্রহে বসে অন্য কোন গ্রহের খবর শুনছি। হঠাৎ মনে হল শুনলাম বাংলাদেশের কোন এক রাজনৈতিক দল নাকি বলেছে "গণহত্যা রোধে তারা জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে। " তখন আমার বোধ ফিরল।

না এইবার আমি Sure এই ঘটনা গুলো বাংলাদেশেরই। নিজেদের চ্যানেল বলে শুধু শিরোনামের পরিবর্তন। যেমন পুরেছে হিন্দু বাড়ি শিরোনাম হচ্ছে “ ধর্মপ্রাণ মুসল্লির বাড়িতে আগুন” অথচ ভিডিও এডিটর খেয়াল করেন নি যে ভিডিও তিনি দেখাচ্ছেন তাতে বাড়ির উঠানে তুলসী গাছের অস্তিত্ব লক্ষণীয়!! কী আর করা!! যে উদ্দেশে চ্যানেল প্রতিষ্ঠিত সেই কাজেই তো ব্যবহার হবে এটাই স্বাভাবিক। কিন্তু বিবেক বলেও তো একটা কথা আছে ! না তা বুঝি আর নেই। আর তাইতো সব অন্যায়ের বিরুধে কথা বলা মুন্নি সাহা নির্বাক হয়েজান সাগর-রুনির হত্যা প্রসঙ্গে।

কারণ সবার আঙ্গুলটা যে তার চ্যানেলের মালিকের দিকেই!! তাকেই বা দোষ দিয়ে কি লাভ, ইচ্ছা থাকলেও হয়তো তার উপায় নেই!!! কারে বলি ভাই? বোবার মত বসে থাকা ছাড়া কোন উপায় আজি নাই... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।