আমাদের কথা খুঁজে নিন

   

কারে ভোট দিব?..



নির্বাচনী আমেজ রাস্তাঘাটে ততটা না পেলেও ব্লগে এসে পুরোপুরি পাওয়া যাচ্ছে। সামহোয়ার ইন এর বেশ কিছু লেখা দেখলাম এতক্ষন যেগুলি মোটামুটি বাআল এর সমর্থনে পুষ্ট। বোঝা যাচ্ছে আওয়ামী গণজোয়ার লেগেছে চারিদিকে, হাসিনা, রেহানা, রুপন্তীর জয়-জয়কার চারদিকে। দেশ এগিয়ে যাচ্ছে ডিজিটাল সোনার বাংলা হওয়ার পথে। হাসিনা-এরশাদ যৌথ যোগ্য নেতৃত্ব নিয়ে যাবে আমাদের দেশকে অভীষ্ট লক্ষে।

আর খালেদা? যেভাবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তাতে তিনি অসুস্হ হয়ে যাবেন ঠিকই কিন্তু লাভ নাই কোন। সাংবাদিক মোজামম্মেল বাবু দেখলাম সেদিন এক চ্যানেলে সরল অংক করে দেখিয়ে দিলেন যে মহাজোট কমপক্ষে ২০২ টি আসন পাবে যা বাড়তে পারে ২৪২ টি পর্যন্ত। খালেদার কি যে হবে!!!তার উপর দুদক বেশ মোক্ষম সময়ে কোকোর বিরুদ্ধে একটা খবর দিয়ে দিলো। ১১ কোটি টাকার খবর পাওয়া গেছে সিংগাপুর সরকারের কাছ থেকে। এত সুন্দর টাইমিং দুদক কেমনে করলো? খালেদার ১০-২০ টা আসন পাওয়ার যা সম্ভাবনা তাও শেষ।

আচ্ছা হঠাৎ করে দুদক যে সংবাদ সম্মেলন করে ভোটের ১০ দিন আগে কোকো'র সংবাদ দিল, তাতে খালেদা যদি এখন নির্বাচন বর্জন করে!!!যদি বলে তদন্ত শেষ না করেই কেন দুদক সংবাদ সম্মেলন করে জানালো এই বিষয়টা? যদি বলে ষড়যন্ত্র করছে কেউ?ঘটনা টা তাহলে কি হবে? আওয়ামীলীগ একা ইলেকশন করবে? জাতীয় পার্টিরে বিরোধী দল বানাবে?খালেদার বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে? শেষ ৯ দিনের মজা দেখার অপেক্ষায় রইলাম। বুঝতে পারছিনা কাকে ভোট দেব এবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।