আমাদের কথা খুঁজে নিন

   

....অনেক কষ্ট পাইছি

আমি শুধুই আমি...অন্য কেউ নয়

"৩৭১ রান তাড়া করে বাংলাদেশ হেরে গেল... যাক ব্যাপার না। । কানাডা আর পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তো আমাদের ব্যাটিং প্র্যাকটিস তেমন হয়নাই...তাই আমাদের ব্যাটস্‌ম্যানরা বিশ্বকাপ এর উদ্বোধনী ম্যাচে ব্যাটিং প্র্যাক্টিস করলেন। কিন্তু তার চেয়েও ভয়ানক যে কাজটি করলেন আমাদের প্লেয়ার রা তা হল ভারতের খেলোয়াড়,জনগণ,এমনকি পত্রিকা পর্যন্ত আমাদের অপমান করার পর ও আমরা প্রতিশোধ নিতে পারলাম না...চেষ্টাও করলাম না। বরং মূল আয়োজক ভারত কে উপহার দিলাম ৩৭০ রান, বুক ভরা আত্মবিশ্বাস আর অহংকার।

। শেবাগ অহংকার করে বলেছিলেন তিনি ৫০ ওভার ক্রিজে থাকতে চান...আমরা তার অহংকার কে আত্মবিশ্বাসে পরিণত হতে দিলাম। । ভারত ভাল খেলেছে অবশ্য ই...কিন্তু আমরা আমাদের কোন সুযোগ কাজে লাগাইনি আর তাদের সুযোগ দিয়েছি বলেই আজ এ ৮৭ রানের বিজয়...হারুক বা জিতুক...বাংলাদেশ কে অবশ্য ই তাদের রক্ষণাত্মক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে...তা না হলে আমরা কখনোই বড় দল হতে পারবনা। ।

সব সময় "ডার্ক হর্স" হয়েই থাক্‌তে হবে............। সর্বপরি বলতে চাই আমি অনেক কষ্ট পাইছি.। প্রতিপক্ষ ভারত বলেই কিনা জানিনা.। । কিন্তু এরকম অসহায় আত্মসমর্পণ মেনে নেয়া আসলেই কষ্টকর।

। পরবর্তী ম্যাচ সমূহের জন্য শুভকামনা রইল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.