আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদ কোরাস/সুবীর সরকার

কবিতা,লোকগান ও আবহমানতা

১।ব্যন্ডমাষ্টার ফিরে আসছে,হাসিপাখি ঠোঁট কুয়াশায় লুকিয়ে পড়ছে জোকারের চোখ অভিমান ভাঙছে।গুঁড়ো হছে । কাঠপাতা জড়ো করে জালিয়েছি আগুন ব্যান্ডমাষ্টারের হাততালি রাত নদী জলে ২। পুলক ছড়ানো শেড-ট্রির নীচে নদী নদী দিয়ে হেটে আসা পথিক আপেল কুড়িয়ে রাখি ফুটবলমাঠে ভাঁজ করা জানার্ল হাতে জঙ্গল ভুমি কাঠের সিঁড়ি,ড্রাগনেরা বসে থাকে পুলক জাগানো শীত,য়থা‍‌য়থ ভয়াতর্তা ৩। শরীরে বৃষ্টি,ভাষা গান লোক চলাচল সূযার্স্তের পরে সংগীতের মধ্যে ভ্রমণপ্রসঙ্গ কৃষিকষর্ণ ঘিরে কাঁটাগাছ প্রবীন হাওয়ার কথা বলি অনন্ত ফাল্গুনের কথা পাড়ি আর ভাষাটিকে ঠেলে দেয় গান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।