আমাদের কথা খুঁজে নিন

   

হাজারো মানুষের আবেগ আর উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের চারপাশ। (ছবিসহ লাইভ আপডেট)

"জেগে উঠুক তারুন্য,জেগে উঠুক স্বপ্ন,জেগে উঠুক মনুষ্যত্ব.........."

(ছবি সহ আপডেট) আজকের উচ্ছ্বাস,আজকের আবেগ , আজকের উন্মাদনা বাঙ্গালীর স্বাধীনতা পরবর্তী ইতিহাসের যেকোন অনুষ্ঠানকে হার মানাবে। কোন বিশেষণ কোন শব্দ দিয়ে এ উচ্ছ্বাসের বহিপ্রকাশ সম্ভব না মিরপুর ১০ থেকে মিরপুর ১ ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক, এ সময় যে কোন দিন যন্ত্র যান ছাড়া আর কিছুই চোখে পড়বে না। কিন্তু আজ এ যেন স্বপ্নপূরীর রাস্তা, হাজারো মানুষের মুখরিত সড়ক। বাংলাদেশ একটি সফল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার পর উচ্ছ্বাসটা যেন ঠিকরে বেরুচ্ছে। গোটা ঢাকা শহরের মানুষ তাদের প্রিয় মানুষকে নিয়ে আসছে এ আবেগকে পরখ করার জন্য।

বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে পুরো এলাকা কেঁপে ঊঠছে। বাঁশি আর মানুষের চিৎকার সব মিলিয়ে এ এক অন্য ঢাকা। স্টেডিয়াম ঘিরে ড্রাম আর বাঁশি নিয়ে সকলে তাদের ভালবাসার স্বতস্ফূর্ত স্ফূরন ঘটাচ্ছে। এ রাতটি ঢাকা তথা গোটা বাংলাদেশে আর আসবে কিনা সন্দেহ। আজকের এ দৃশ্যটি না দেখলে নিশ্চিতভাবে বলা যায় আপনি ইতিহাসের একটা বিশাল অংশকে প্রত্যক্ষ করার সুযোগ ছেড়ে দিচ্ছেন।

( ছবিগুলো যে সাইটে আপ করেছিলাম তা মুছে গেছে, তবে সবগুলো ছবি পাওয়া যাবে এখানে, আমার ফ্লিকর একাউন্টে ) এত গুলো ছবি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.