আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে এনালগ প্রেজেন্টেটেসন



অবশেষে বাংলাদেশে Opening Ceremony মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বিশ্বকাপ উন্মাদনা। এখন আর Count down নয় শুধু খেলা দেখার পালা। এবার আসি মূল অনুষ্ঠানে। বিশ্বকাপ অনুষ্ঠানের শুরুতে মনে হলো আমরা পল্টন ময়দানে কোন ভাষন শুনছি। যে যার মত ভাষণ দিতে শুরু করলো।

সে সময় খুবই বিরক্ত লাগছিল। তার পর শুরু হলো প্রতেক দেশের কেপটেইনদের আসার পালা। যে দেশের সরকার দেশকে ডিজিটাল বানাতে চায় সেখানে এ কি এনালোগ সিস্টেইম। সব দেশের দলপতিরা আসলো রিকশায় করে। তারা কি পারতোনা ঘোড়া গাড়ী বা পাখি বানিয়ে তাদের বসিয়ে আনতে।

তার পরে আসলো বিশ্বকাপের মাস্কট সেটা আবার ভেন গাড়ীতে করে। এসব খেলার মধ্যে রিকশা ভেন ঠেলাগাড়ী না আনলে হতনা। একটি Program এর Presentation কিন্তু দেশের জন্য অনেক কিছু বহন করে। যাই হোক পরের ইন্ডিয়া শ্রীলঙ্কা Presentation ভালই লেগেছে। তার পরে আসে বাংলাদেশের পালা, দেশের জন্য দেশাত্ববোদক গান ঠিক আছে, কিন্তু বিশ্বকাপের মত এত বড় একটা আসরে মমতাজের গান না দিলেকি হতনা।

না দিলেকি দেশের সাংকৃতি নষ্ট হয়ে যেত। কি গান দিলো নান্টু ঘটকের কথা শুইনা, খাইরুল লো…… নিজের কাছেই খারাপ লাগছিল মনে হচ্ছিল টিভিতে বাংলা ছায়াছবি গান দেখতেছি। বাংলাদেশে কত ভাল ভাল শিল্পী ছিল। আর Over all Program ভাল লেগেছে.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।