আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বোধনের টিকেট বিক্রি ১৩ ফেব্রুয়ারি থেকে

নিজেকে জান এবং প্রকাশ কর!!

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট বিক্রি শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। টিকেট পাওয়া যাবে ঢাকা ব্যাংকের দশটি শাখায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হলেও ব্যাংকের শাখার নাম উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়, ১২ ফেব্র"য়ারি শাখাগুলোর নাম জানানো হবে। কিন্তু ব্যাংকের জনসংযোগ বিভাগের সঙ্গে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে শাখাগুলোর নাম জানিয়ে দেয়া হয়।

শাখাগুলো হলো মতিঝিল লোকাল অফিস, ইমামগঞ্জ, কারওয়ান বাজার, ধানমন্ডি, বনানী, গুলশান, উত্তরা, মিরপুর, শেওড়াপাড়া, খিলগাঁও ও মগবাজার। ব্যাংকের কাজ চলার সময় (সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত) টিকেট বিক্রি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে খেলা মাঠে গড়াবে ১৯ ফেব্র"য়ারি। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় বাংলাদেশ লড়বে ভারতের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.