আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বোধনের আগেই ফ্লাইওভারে ফাটল


উদ্বোধনের আগেই ফাটল ধরা পড়েছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে (গুলিস্তান-যাত্রাবাড়ি)| ফ্লাইওভারের নিমতলি এলাকার আনন্দবাজার অংশের একটি গার্ডারের নিচে ও ওপরের অংশে ফাটল দেখা দিয়েছে। অক্টোবরে প্রধানমন্ত্রীর এটি উদ্বোধনের কথা রয়েছে। অথচ এমন অবস্থায় ফাটল দেখা দেয়ায় জনমনে কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কর্তৃপক্ষের দাবি, এটি কোন সমস্যা না। শনিবার রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, সচিব, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ফ্লাইওভারের যাত্রাবাড়ি থেকে পলাশী এলাকা পরিদর্শন করেন।

এক পর্যায়ে নিমতলি আনন্দবাজার অংশের একটি গার্ডারে ফাটল দেখতে পায় স্থানীয়রা। প্রশাসনকে ঘটনাটি জানানো হলেও ডিএসসিসি বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। ডিএসসিসি ইতোমধ্যে ফাটল স্থানে সিমেন্ট বালুর প্রলেপ দিয়ে ঢাকার চেষ্টা করছে। স্থানীয় লোকজন ফাটলটি দেখে রোববার দুপুরে সেখানে জড়ো হতে শুরু করে। এরপর ফ্লাইওভার কর্তৃপক্ষ আবারও ঘটনাস্থলে এসে ফাটলটি দেখে যায়।

উদ্বোধনের আগেই ফাটল দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। প্রকল্প পরিচালক আশিকুর রহমান ফাটলের বিষয়টি অস্বীকার করে বলেন,"একটি চক্র বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এটি আসলে ফাটল নয়। তারপরেও পরীক্ষা করে দেখা হচ্ছে। " তিনি আরো বলেন,"এটা কোন সমস্যা না।

এটি একটি বিছিন্ন ঘটনা। এ ফাটল খুবই সামান্য,সমগ্র ফ্লাইওভারে এই ফাটলের কোন প্রভাব পড়বে না। এই ফ্লাইওভারের প্রতিটি অংশ আন্তর্জাতিক মানসম্পন্ন। " উদ্বোধনের আগে প্রাক পরিদর্শনের অংশ হিসেবে রোববার পুরো ফ্লাইওভার পরিদর্শনের সময় নিমতলির সামনে আসলে এই ফাটল তাদের চোখে পড়ে। এ বিষয়ে ডিএসসিসি প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি প্রকৌশল বিভাগের হলেও এটি দেখাশোনা করেন প্রকল্প পরিচালক।

এ বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন বলে প্রসঙ্গটি এড়িয়ে যান। ‘বিল্ড অন অপারেট অ্যান্ড ট্রান্সফার’ (বুট) পদ্ধতিতে ২ হাজার ৩ শ’ কোটি টাকা ব্যয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের জুন মাসে এর নির্মাণ কাজের উদ্বোধন করেন। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) নির্মিত দেশের প্রথম প্রকল্প গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার খুব শিগগিরই খুলে দেওয়া হবে। সূত্র:View this link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.