আমাদের কথা খুঁজে নিন

   

127 HOURS দেখার পর --

ভাবতে ভালোই লাগে

গতকাল 127 hours মুভিটা দেখলাম | অসম্ভব দারুন শুরু ছিল | মুভির শুরুতেই প্রধান চরিত্র Aron কে আমার অসাধারণ মনে হয়েছে | Aron এর চরিত্রে আছেন James Franco , যাকে আমরা Spiderman মুভিতে Spriderman এর best friend - Harry হিসাবে চিনি | James Franco কে আমি সব সময় সহঅভিনেতা হিসেবে দেখেছি | এই প্রথম ওনাকে মুখ্য অভিনেতা হিসেবে দেখলাম | নাম শুনেই আন্দাজ করা যায় , পুরো কাহিনী ১২৭ ঘন্টার উপর নির্ভর করে বানানো হয়েছে | ঘটনা গড়ে উঠে আমেরিকার Arizona স্টেট এর Grand Canyon নামক এক অসাধারণ এলাকায় | যেখানে adventure এর খোঁজে ছুটে যায় Aron | এবং পাথরে চাঁপে আটকা পরে তাকে কাটাতে হয় ১২৭ ঘন্টা | ১২৭ ঘন্টার এই অসাধারণ বেঁচে থাকতে চাওয়ার যাত্রা মুভি না দেখলে বলে বুঝানো সম্ভব না |বাংলাদেশে হয়তো ভালো প্রিন্ট এখনো পাওয়া যাবেনা | অনুরোধ , ভালো প্রিন্ট বের হলেই দেখবেন | হল প্রিন্ট এ মুভিটার মজা নষ্ট হবে |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।