আমাদের কথা খুঁজে নিন

   

127 HOURS (১২৭ ঘন্টা)


প্রায় ৩ বছর আগে মালয়েশিয়ার লোকাল টিভিতে "the real story" (খুবসম্ভবত) নামে একটা টিভিশো প্রচারিত হত। সেখানে এডভেন্চার প্রিয় কিছু মানুষের জীবনে ঘটে যাওয়া শ্বাষরুদ্ধকর সত্য ঘটনা সাক্ষাতকার সহ অভিনয়ের মাধ্যমে প্রকাশ করা হত। এর কয়েকটা পর্ব আমি দেখেছি। তেমনই পর্বতআরহি Aron Ralston এর জীবনে ঘটে যাওয়া এক সত্যি ঘটনাকে 127 Hours নামে মুভিতে রুপ দিয়েছেন লেখক/পরিচালক Danny Boyle । মুভিটিতে মিউজিক পরিচালনা করেছেন A.R. Rahman ।

মুভিটিতে প্রধান অরুন রেলস্টোন এর ভূমিকায় অভিনয় করেছে James Franco । এর আগে তিনি স্পাইডার ম্যান মুভিতে হ্যারির ভুমিকায় অভিনয় করে বেশ ক্ষেতি অর্জন করেছিলেন। কাহীনি সংক্ষেপ। অরুন রেলস্টোন (জেমস্ ফ্রানক) এক এডভেন্চার প্রিয় ডানপিটে যুবক। একা একা পাহাড় পর্বতে ঘোরে বেরানো তার নেশা।

এক দিন পাহাড়ের ফাটল দিয়ে চলার সময় বড় এক পাথরে চাপা পরে তার হাত। আটকে যায় সে। পরবর্তি পাঁচ দিন সে আটকে থাকে সেই পাহাড়ে। এই পাঁচ দিনে তার জীবনের ভুলে ভরা অতিত সে বুঝতে পারে। মুভিটা অনেকটা বাংলা মুভি "ছুটির ঘন্টা"র কথা মনে করিয়ে দেয়।

যদিও ছুটির ঘন্টার সাথে ১২৭ ঘন্টার কাহিনির কোন মিলনেই। এডভেন্চার,ড্রামা,থ্রিলার কেটাগরির ৯৪ মিনিটের এই মুভিটির আই এম ডি বি রেকিং আছে ৮.২/১০ ডাউনলোড লিঙ্ক মেগাআপলোড মুভিটি ভাল লাগবে আশা করি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।