আমাদের কথা খুঁজে নিন

   

রক্তচোষা



আমি বাঘ নই বাগ বটে থাকি বিছানায় দিনের বেলায় লুকিয়ে থাকি পাছে মানুষ দেখতে পায় নিশা কালে নড়ি-চড়ি রক্ত খেয়ে উদর ভরি রাতের ঘুম হারাম করি আমায় রক্তছোষা বলে যেজন আমার ভয়ে আত্মহ্ত্যা করছে ক'জন উচ্চহারে সুদ ব্যবসা দাদন সমাজসেবী সিলামারা আদম ভদ্রতার আবরণে শোষণ করেন দিনে দিনে তারা হলেন দেবতা নারায়ণ আপনারাই করেন তাদের ভজন ব্যর্থ কৃষক ঋণের জালে বাধ্য হয়ে ঝুলছে ডালে বড়ই চমৎকার! রক্তচোষা আমি? শুনতে চাই না আর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।