আমাদের কথা খুঁজে নিন

   

কার কি দাবি আছে বলেন, আজ সব দাবি পূরণ করে দিব ।কেউ যাবেনা খালি হাতে ....

আমার জন্য আমি। কম কথা বলি। কাজ করতে চাই বেশি। বেশি খারাপ লাগে দেশের সামগ্রিক বিষয়ের দুষ্ট চক্রকে .....

এতদিন ধরে ব্লগে আছি। কতকিছুই তো দেখলাম....কতরকমের মানুষ তার আবার কতরকম চিন্তা।

তবে একটা কথা ঠিক সবাই কোন না কোন কিছু দাবি করে। আবার না পাইলে মাইন্ড করে। তাই আমি ভাবছি যতটুকু সম্ভব আপনাদের দাবি পূরন কইরা দিব। কেমনে ??? আমি ভাবতাছি বিএনপির কোন নেতারে ধইরা এই কাজটা করমু। কেন করমু ??? আরে মিয়া .... আপনে দেহি এহনও ফিডার খান ...... আরে হুনলেননা ??? কাল আমাগো আপায় কি কইল ..... সবনাকি বিএনপির তারা করে।

( আমার মনে হয় সরকারও চালায় এই ____ বিএনপি) **অমুক বাজারে দাম চড়া, তো এইটা বিরোধী দলের কাজ, **শেয়ার মার্কেটে ধস,আহ্ এইটাও বিএনপি ছাড়া কিছুতেই সম্ভব না। **কোন্দল ??? এইটাও বিএনপি... **ট্রেনে আগুন ??? ধুর্ এইটা আবার কইতে অয় ??? যারা মরছে তারাই তো কইছে বিএনপি এমন কিছু করতে পারে। **বাস পুড়াইছে , ও .... এইটা তো আব্বাইচ্ছার কাম .... **চামড়ার দাম পইরা গেছে ??? শালা পিন্টু এহনও কত পাওয়ার দেহায় ??? **লন্ঞ ডুবছে ??? কইছিলাম না, ঈদের আগে বিএনপি এইরকম কিছু করব ..... **চাইলের দাম বাড়ছে ??? ইস , সবগুলা কল বিম্পি দখলে রাখছে । ** কি কস ??? আমাগো পোলাপাইনরে হল থিকা খেদায়া দিছে ??? শালার বিম্পির লাইগা কিছুই করতে পারতাছিনা। ** বর্ডারে মরছে ??? আরে, এইডা বিম্পির চক্রান্ত ...ওরা প্ল্যান কইরা মারাইছে ।

তো, তারা যদি এতকিছুই পারে, তাইলে আপনাদের দাবি গুলা নিশ্চই পূরন কইরা দিতে পারবো .... শালার আজব দেশে বাস করি। সবগুলা বিম্পিরে দেশ থিকা ভাগাইতে হপে। নাইলে এদেশে গণতন্ত্র আসবেনা। নির্বাচন করবে বিম্পি,ক্ষমতায় আসবে বিম্পি, মাইর দিবে বিম্পি,মাইর খাবেও বিম্পি, মামলা দিবে বিম্পি , হয়রানি হবে ও বিম্পি। সিন্ডিকেট করবে বিম্পি, শেয়ার মার্কেট বিম্পির ...... সবই যদি বিম্পি করে .... তাইলে এই ঘোড়ার ডিম সরকারের কি দরকার ??? মিশরের মত একটা উস্টা মারলেই হয় .... ( কিছুটা রাগে এবং ফান পোস্ট) ।

দায়দ্বায়িত্ব বিম্পির কোন নেতার ...আমার না


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.