আমাদের কথা খুঁজে নিন

   

উপস্থিত হইলাম জনগনের প্রানের দাবি লইয়া ... দাবি না মানিলে খঠর হইতে খঠর কর্মচুচি দেওয়া হইপে

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা
একটা গল্প দিইয়া লেখাটা শুরু করি ... আমাদের ক্লাসে একই নামের দু জন ছাত্র ছিল ... ইহা লইয়া মহা ঝামেলা ... একজনের নাম ধরিয়া ডাকিলে আর একজন শোনে ... ওরে গাল দিলে ভাবে আর এক জনরে দেওয়া হইয়াছে ... খ্যাপানোও কম ছিলো না ... সে এক মহা ঝামেলা ... তো একদিন স্যার এই সমস্যার সমাধান করিয়া দিলেন ... খুব সহজ সমাধান ... একজনের নাম ছাগল ( ছদ্মনাম ) নং ১ ও আর একজন কে ছাগল নং ২ ... তো আজ কে পাকিস্থান ও উইন্ডিজ এর খেলা ও তার পরবর্তী বিজয় উল্লাস দেখিয়া যাহা উপলব্ধি করিলাম তাহাতে এই নাম সংকটে আমাদের দেশ ... এবং এই সমস্যার আশু সমাধানে আমার ঐ স্যারের সমাধান ছাড়া আর কোন সমাধান দেখিতেছি না ... আজকের পাকিস্থানের বিজয়ে যাহারো পর নাই আনন্দিত হইয়া এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে ... কাল প্রভাতে ঘুম হইতে উঠিয়াই উপুর কাচারী ( হাইকোর্ট ) তে যাইবো এবং বাংলাদেশের নাম পরিবর্তন করিয়া কেন পাকিস্থান রাখা হইবে না তাহা সম্পর্কিত হাইকোর্টে রিট করিব ... যে দেশে ৯৫% তরুন পাকিস্থান কে সমর্থন করে ... যে দেশের ৯০ % আবাল-বৃদ্ধ বনিতা পাকিস্থান বলিতে অজ্ঞান ... যে দেশে এতো কিছুর পর ও পাকিস্থানের ২৩০ ফিট পতাকা লইয়া মিছিল হয় ... যে দেশের মানুষ তাহাদের মুসল্মান ভাইদিগকের সহিত না থাকিতে পারার বেদনায় মলিন , নাকের পানি চোখে নিয়া ফেলিতাছে ... তাহাদের এই দেশপ্রেম বৃথা যাইতে পারে না... আর এই দেশপ্রেমিক দেশের নাম আর যাই হোক বাংলাদেশ হইতে পারে না ... তাই সরকার তথা আপামর জন সাধারনের নিকট আকুল আর্তি ... অনতি বিলম্বে বাংলাদেশের নাম পরিবর্তন করিয়া পাকিস্থান রাখা হউক ... এবং সেই সাথে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা পরিবর্তন করিয়া উর্দু করা হউক ... আর এই বাংলাদেশের নাম পাকিস্থান পরিবর্তনে যদি আসল পাকিস্থান আইডেনটিটির সমস্যাই ভোগে তবে তাহারা যেন তাহাদের দেশের নাম পাকিস্থান ২ করিয়া লয় ... আসেন ভাই সকল ... আমরা সবাই বজ্রকন্ঠে আওয়াজ তুলি ... আমার দেশ তোমার দেশ পাকিস্থান পাকিস্থান পাকিস্থান ( আর যদি অতিসত্তর নাম পরিবর্তনের দাবি না মানিলে খঠর হইতে খঠর কর্মচুচি দেওয়া হইপে ) লেখাটি আমার উদ্দুতেই লিখা উচিত ছিলো উদ্দুতে অপারোগতা থাকিবার দরুন যাহার পর নাই লজ্জিত ... অফটপিকঃ আর যাহারা এখনও ভাবিতেছেন এ দেশটি কে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনায় গড়িয়া তুলিবেন ... যাহারা ভাবিতেছেন এখন আমাদের সময় এসেছে ভারত বা পাকিস্থানের তলাই মুখ না লুকাইয়া জাতি হিসেবে মাথা উচু করিয়া বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলিয়া ধরিবেন ... তাহাদের অতিসত্তর দেশ ত্যাগের অনুরোধ রইল ... যাওয়ার আগে আমারেও ডাইকেন কইলাম ) সময় পেলে পড়বেন --- বোধকরি সময় বৃথা নষ্ট হবে না বাংলাদেশে বিশ্বকাপ … পাকিস্থানকে সমর্থন ও একজন সাধারন মানুষের অব্যক্ত কিছু কথা … … ক্রিকেট কি শুধু ক্রিকেটকেই রিপ্রেজেন্ট করে নাকি রিপ্রেজেন্ট করে পুরো জাতিকেই ...?? শিরোনামহীন লেখা ... ক্রিকেট নিয়ে একটা জোকস ...( না পরলে মিস করবেন ) মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুন......গুরুত্বপূর্ণ ও তথ্যবহূল লিঙ্ক সমূহ ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.