আমাদের কথা খুঁজে নিন

   

কি করিলে সেইফ হইমু!!!!--- দুশ্চিন্তা মূলক পোস্ট!!



উপর্যুপরি তৈল-মর্দন পূর্বক পোস্ট দিয়া----- রম্য বিষয়ক পোস্ট দিয়া আশাবাদী হইয়াছিলাম এই মর্মে যে বিশ্বকাপ আসিতেসে , একুনে এ আন্তর্জাতিক খ্যাতি প্রাপ্ত ক্রিকেট বিশ্লেষক ব্লগে বিশ্বকাপ নিয়া পোস্ট দিয়া সকলের বাহবা কুরাইবে । আজ ৫ তারিখ, বিশ্বকাপ আসিতে ১৩ দিন বাকি রইয়াছে। জতই সময় জাইতেসে আশার আলো নিভু নিভু করিতেসে! তবে আমিও জাত বাঙ্গালী---যাহাই হোক------ভাবেই বঞ্চিত করা হউক আশা ছাড়িব না । আভি ত্যো তেরা দিন বাকি হ্যায়!!! আমার ব্লগের শুরুতেই লিখা আছে আমি নতুন ব্লগার আমাকে সাত দিন ওয়াচে রাখা হইবেক। তাহারি নিছে লেখা আমি ২ সপ্তাহ ৬ দিন ধরিয়া ব্লগ লিখিতেসি! তবে কি আমি এখনো নতুন ব্লগার!!! কতদিনে পুরোনো হউয়া যায় ভাইডি জানাইবেন! কেউ ইহা পড়িয়া থাকিলে এ অধমের আবেদন অভিজ্ঞ্তা শেয়ার করুন ! আরেকটা বিষয় মডুগন বলিয়াছেন------ বাছাগন ভাল লেখা পোস্ট করিবে।

ইহাতে মঙ্গল লাভের সম্ভাবনা উদিত হইবে । প্রথম পাতায় ঠাই পাইবে তবেই সকলের ভালমন্দ কমেন্ট পাইবে। কিন্তু কোন লেখা ভালো না মন্দ এই অধম বুঝিতে কিভাবে পারিবে ? যাহাই হউক এ কথা ধরিয়া নিয়াছি আমার লেখা ভাল হয় নাই। তথাস্তু তাহাদের আশীর্বাদ বঞ্চিত রইয়াছি। কি করিমু ভাইজান।

কৃপা কি মিলিবে এই ব্লগধামে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.