আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রী রাগিলে আমাকে যাহা যাহা বলিয়া ডাকে! (বিবাহিত এবং অবিবাহিত ভাইদের জন্য, ১৮+ - সবাই)

Speak no evil, hear no evil, see no evil.

প্রথমেই বলিয়া রাখি এই পোস্ট খানির তথ্য ও তত্ব সম্পুর্ন সত্য এবং আমার স্ত্রী কর্তৃক অনুমোদিত! ভাইরে, আমদের বিবাহ হইয়াছিলো অনেক টা বাংলা সিনেমার ঢং এ। আমার মা এবং আমার শ্বাশুরী ছোটবেলার স্কুল বন্দ্ধু ছিলেন। অনেকদিন যোগাযোগ না থাকার কারনে প্রায় ভুলিয়াই গিয়াছিলেন একজন আরেকজনকে! হঠাৎ করিয়া কাহারো মাধ্যমে ঠিকানা পাইয়া আমার শ্বাশুরী আমাদের বাসায় আমার মায়ের সাথে দেখা করিতে আসেন। সংগে আনেন তাহার ছোট মেয়েকে। ; আমি তাহাকে দেখিয়া টাসকি খাইলাম! লাজুক ছেলে হইলেও লজ্জা শরমের মাথা খাইয়া মা'কে বলিলাম "এই মেয়েটিতো বেশ!" তাহার ৭ মাসের মাথায় সানাই বাজিলো! আমার স্ত্রী অত্যন্ত ধৈর্যশীলা একজন মহিলা।

আমার মত একজন বান্দরের সহিত ভালোভাবে ঘর করিতেছেন, ইহাই একটা বড় সাফল্য! আমি সংসারে কাজের মধ্যে করি শুক্রবারের বাজার আর সন্ধার পর কন্যাকে পড়ানো। আর অকাজের তালিকায় আছে অতিরিক্ত খাওয়া দাওয়া, মাই টিভিতে বাংলা ষিনেমা দেখা আর ঘুমানো! যা হউক, সব কিছুরই একটা মাত্রা আছে। আমার কুঁড়েমি এবং ঢং এর মাত্রা ছাড়াইয়া গেলে উনি মাঝে মাঝে রাগিয়া যান এবং আমকে ভর্তসনা করেন। ইহা করিতে যাইয়া উনি আমকে কিছু কিছু নামে আখ্যা দেন যাহা নীচে দেওয়া হইল। ১।

বুড়া ডিসকো বান্দর - ভাইরে, আমার নাম ডিসকো বান্দর ক্যামনে হইল তার একটা পোস্ট টা আগেই দিয়াছি। এইখানে দেখুন: Click This Link ২। ভোদর - আমি অনেক সময় লইয়া গোছল করি। আমার স্ত্রীর ধারনা ভোদর নামের প্রানী শুধু পানিতে থাকে এবং গোছল করে। তাই আমার এই নাম! ৩।

মৌ লোভী মৌলবী - আমি নামাজ পড়ি একটু আকটু। কিন্তু টিভিতে কাঁটা লাগা, মুন্নী বদনাম, শীলা কা জওয়ানী টাইপ গান হইলে মুখ হা করিয়া গলধ:করন করি! ইহার ফলেই আমার এহেন নাম! ৪। হাবিলদার - আমার স্ত্রীর ধারনা ভুঁড়ি থাকিলে এবং অলস হইলেই সে হাবিলদার। আমি যখন ঘুমাই বেশী বেশী তখন সে আমাকে ঘুম হইতে ডাকে "এই হাবিলাদার, এই হাবিলাদার, ওঠ, ওঠ বলছি!" ৫। আ্যাই লোক - এই সম্বোধন টি আমার সবচে' পীড়ার উদ্রেক করে।

বিবাহের পরে উনি আমাকে ডাকিতেন "এই ছেলে এই ছেলে"। কিন্তু এখন আমার যৌবন বিগত হইয়াছে। এখন আমি আর সেই ছেলে নাই। এখন আমি লোক, বুড়া লোক! ভাইরে, ইহা ছাড়াও অনেক সম্বোধন আছে। ঐগুলা দেয়া গেলো না।

শুনিতে করুণ হইলেও উহারা একটু আদি রসাত্মক বলিয়া আমার স্ত্রীর নির্দেশ ক্রমে এইখানে প্রকাশ করিলাম না! তবে, অশেষ সুখে আছি। বান্দর হইয়া রাজকন্যা লইয়া থাকি। এর চেয়ে সৃস্টিকর্তার কাছে আর কি চাহিবার থাকিতে পারে আমার। আপনারা সুখে থাকুন আর ভালো থাকুন এই কামনায় - আপনাদের, ডিসকো বান্দর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.