আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরাসের জালায় আর পারিনা, টেকি ভাই দের সাহায্য চাই।



সম্মানীত টেকি ভাইদের দৃষ্টি আকর্ষন করছি, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি ক্যাসপারস্কি ইন্টাররেট সিকিউরিটি ২০১০ (রেজিস্টার্ড) ব্যবহার করি। আমার ভুলের জন্য ওটা দুই দিনের জন্য বন্ধ ছিল। আর তখন আমি কয়েকটা ফ্রি গেম নামাই। তার পার আমার কমপিউটারের এন্টিভাইরাস বন্ধ দেখে রিষ্টার্ট দিই। চালু হওয়ার পর থেকে নানান রকম ভাইরাস ধরা পড়তে দেখে কমপিউটার ফুল স্ক্যান দিই।

মাত্র ১১৮১২ টি ভাইরাস আর ২১১ টি trojan program ধরা পড়েছে। সবই দুর হয়েছে শুধু মাত্র এইটা (Worm.Win32.Mabezat.n ) বাদে। আমার এন্টিভাইরাস প্রতি মিনিটে ২/৩ বার মেসেজ দিচ্ছে, ডিলিট ও হচ্ছে কিন্তু আবার ও একই সমস্যা দেখা দিচ্ছে। ইতিমদ্ধে আমার ওনেক প্রগ্রাম চালু হচ্ছে না (ইউডোরা, adobe reader, pdf exchange viewer ) বর্তমানে kaspersky internet security 2010 এর ফাইল ও ভাইরাস হিসাবে ধরা শুরু করেছে। তা দেখে টম এর মথা খারাপ হওয়ার গল্প মনে পড়ছে।

উইন্ডোজ নতুন দিলে হয়ত সব ঠিক হবে কিন্তু আমার আগে দেখার ইচ্ছা ঠিক করা যায় কিনা। আর ওটা আসলে ভাইরাস কিনা জানাবেন। সমস্যা থেকে পরিত্রানের উপায়কি জানাবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.