আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরাসের স্মৃতিচিহ্ন মুছে ফেলুন !!!


চলে যাবে দিন, রবে স্মৃতি অমলিন। মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও তার অনেক স্মৃতিচিহ্ন রেখে যায়। এ কথা শুধু মানুষের ক্ষেত্রেই না ভাইরাসের জন্যও প্রযোজ্য। Antivirus software ব্যবহার করে অনেক সময় ভাইরাস দুর করা সম্ভব হলেও এই স্মৃতিচিহ্ন গুলো দুর করা সম্ভব হয়না। এরকম কিছু বিরক্তিকর স্মৃতিচিহ্নের কথা আগে বলে নেই : ১) alt+ctrl+delete চেপে Task Manager না পাওয়া।

২) Folder Options গায়েব। ৩) Hidden File Show করার option না রাখা এবং অনেক দরকারি ফাইল হিডেন করে রাখা। ৪) Regitry Editor কে ডিসাবল করে রাখা। ৫) Run Command কাজ না করা। ৬) CMD Prompt ওপেন করতে না দেয়া ৭)... ... ... ... ইত্যাদি আরো অনেক ঝামেলা।

অনেকে সমস্যা গুলো Regitry Editor আর CMD Prompt ব্যবহার করে দুর করতে চান। কিন্তু এগুলোও অনেক ভাইরাস ডিসাবল করে দেয়। এক্ষেত্রে মাত্র 138kb এর একটি software ব্যবহার করে সব সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান করা যায়। এর নাম Remove Restrictions Tool. নিচে সফ্টওয়েরটির pro version (cracked) এর Torrent link দেয়া হল। Click This Link তবে সমস্যা হচ্ছে অনেকের ISP তে torrent allowed না।

সেক্ষেত্রে তারা নিচের লিঙ্কটি থেকে এর Trial version download করতে পারেন। http://download.sergiwa.com/security/RRT.zip সফটওয়েরটি ওপেন করুন। দেখুন software টি আপনার পিসির সমস্যাগুলো find out করেছে এবং কোনো সমস্যা পাওয়া গেলে তা লাল রংয়ে হাইলাইট করেছে। এবার সমস্যাগুলোর পাসের চেক বক্সটি টিক দিয়ে নিচে REMOVE এ ক্লিক করুন। ব্যস problem solved !!! এক্ষেত্রে System Files/Folders চেক বক্সটি uncheck রাখাই ভাল।

কারন এটি hidden system file গুলোকে show করবে। আশা করি সমস্যাগুলো সহজেই দুর হবে। দ্রষ্টব্য : টরেন্ট লিংক থেকে ডাউনলোডের বিভিন্ন সমস্যা থাকায় আমি সফ্টওয়্যারটি আপলোড করলাম। এখন নিচের লিন্ক থেকেই সরাসরি ডাউনলোড করা যাবে। Click This Link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.