আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ও সোনাইমুিড় উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য খন্দকার রুহুল আমিনকে দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডের অভিযোগে দল থেকে অব্যাহতি



নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে মোহাম্মদ আলী এবং সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য পদ থেকে খন্দকার রুহুল আমিনকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় জেলা আওয়ামীলীগের জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয় বলে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- দলীয় নেতাকর্মীদের সম্পর্কে কটুক্তি, অশোভন আচরণ, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো, দলীয় ভাবমূর্তী ক্ষুন্ন করা, ভাড়াটিয়া ডাকাতবাহিনী নিয়ন্ত্রণ, ভূমিদখলকারী, দলীয় শৃঙ্খলা তথা ঘোষণাপত্র ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডের অভিযোগে উভয়কে দলীয় গঠনতন্ত্রের ৪৬ (১) (ঞ) ধারা মোতাবেক অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও মোহাম্মদ আলী এবং খন্দকার রুহুল আমিনকে নোয়াখালীতে অবাঞ্চিত ঘোষণার সিদ্ধান্তও গ্রহণ করা হয়। সভায় নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহকে প্রেরিত কারণ দর্শাও পত্রটি প্রত্যাহার এবং সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভপতি আবু ইউসুফ মাস্টার, সহ-সভপতি মাহফুজুর রহমান বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু বিহারীকে কারণ দর্শাানোর সিদ্ধান্ত নেয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.