আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অপরিচিত তথ্য-

জিবন টা ভালই

অনেক কিছুই আছে যা আমরা বিচার বিশ্লেষণ করে দেখিনা, অথচ একটু চিন্তা ভাবনা করলেই তা দিয়ে অনেক কিছু বেরিয়ে আসে। ১। সকলেই জানি, একজন মানুষের আঙুলের ছাপ আরেকজন মানুষের আংউলের ছাপের সাথে মেলেনা। আঙুলের ছাপের মতই, একজন মানুষের ঠোঁটের ছাপও অন্য আরেক জনের ঠোঁটের ছাপের সাথে কখনো মিলবে না। ১।

অ্যান্টারটিকা মহাদেশ জুড়েই কোনো সাপ নেই। শুধু সাপ না, কোনো সরীসৃপই সেখানে নেই! কেন? অ্যান্টারটিকা মহাদেশে পচন্ড ঠান্ডা আর সাপ ও সরীসৃপেরা ঠান্ড রক্তের প্রাণী হওয়াতে সেই মহাদেশের ধারে কাছে তারা ভেরে না। ২। কোক আসলে সবুজ রং-এর ছিল, ৩। পৃথিবীর সবচেয়ে আলোচিত নাম হলো মোহাম্মদ, ৪।

ছোটবেলায় ফড়িং নিয়ে কতো খেলেছি। দুষ্টমি করে পাঁ ছিড়ে দিয়েছি, কিন্তু তখন কি আর জানতাম যে ওদের কান থাকে হাঁটুতে ৫। সকল মহাদেশের নাম যে অক্ষর দিযে শুরু, সে অক্ষর দিয়েই আবার শেষ হয়েছে, ৬। টাইপরাইটার ইংরেজীতে লিখতে টাইপরাইটারের শুধু উপরের লাইনটিই ব্যবহৃত হয়। ৭।

পাখিরা নীল আকাশে ডানা মেলে উড়ে বেরায়, অথচ সব রং চিনতে পারলেও ঐ নীল রংই তারা চিনতে পারে না। ৬। স্যান্ড বারলার ক্র্যাব এমন এক প্রজাতীর কাঁকড়া যাদের নাক নেই। তারা পা দিয়েই । বিশেষভাবে তাদের নিঃশ্বাস নিয়ে থাকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।