আমাদের কথা খুঁজে নিন

   

অপরিচিত শব্দ

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে

কে তুমি? একটি কন্ঠস্বর প্রতিদিন মোবাইল ফোন এ কল করেছ তুমি অথচ প্রশ্ন আমাকে-- উত্তর দিলাম আমি । আশ্চর্যতো! বলনা কে তুমি? কাকে চাও তুমি? আমার প্রশ্ন- আমি তোমাকে চাই-তার উত্তর । মৃদু হেসে জবাব আমার ঠিক আছে-বল কেন? কোন উত্তর নেই কিসের একটা শব্দ- খুব অপরিচিত শব্দ কোনদিন শুনেছি বলে --মনে পরেনা । হ্যালো হ্যলো হ্যলো-অনেক বার--বহুবার কোন উত্তর নেই, শুধু অপরিচিত শব্দ শুনেই যাচ্ছি কেটে দিলাম ২০ মিনিট পর-আমি নিজেই । তারপর আবার সেই নম্বর থেকে কল হ্যালো বার বার অনেকবার কোন উত্তর নেই কিন্তু সেই অপরিচিত শব্দ অথচ কোন উত্তর নেই । প্রতিদিন একই সময়-একই নম্বর থেকে--কল অপরিচিত শব্দ ছাড়া-কোন উত্তর নেই । বহুদিন সেই শব্দ একি সময়ে শুনি শুনতে শুনতে কিসের টানে না শুনলে আর ভাল লাগেনা জানিনা কিসের শব্দ? প্রতিদিন সেই শব্দের জন্য নিজের অজান্তেই ব্যাকুল আমি-- সেই শব্দ- সেই শব্দ- এবং সেই অপরিচিত শব্দ । -----------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।