আমাদের কথা খুঁজে নিন

   

অপরিচিত গাঙচিলের আনাগোনা



তবুও অনিবার্য সত্য আমার পথ, সংগ্রামের পথ, সত্যের মশাল জ্বালানো পথ। মাধবী উজ্জ্বল রাতের প্রক্ষেপে অন্ধকার নেমে আসে ধীরে... সন্তর্পণে বিড়ালের ন্যায় হাটি, দাড়াই, আবার বসি। অল্প আলোর সারারাত , পুষ্পের এ ফুটপাতে বড্ড একা আমি সে-ও অতি গুহ্যকথা, নদীর স্রোতে দেখা যেত অন্ধকার, কলকল স্রোত কত তীব্র, ঢেউ-রহস্য-ফেনিল জমাটে অপরিচিত গাঙচিলের আনাগোনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।