আমাদের কথা খুঁজে নিন

   

আমি সত্যি হতবাক হয়ে যাই যে মানুষ কি করে এটা ভুলে থাকতে পারে তা ভেবে



/ // /// // / আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে আমাদের সামনে আসতেছে আরও একটি ঐতিহাসিক স্মৃতি যা আমাদের কে আবেগ তারিত করে তুলে যা আমাদের মন কে দোলা দিয়ে যায় বাচ্চা তরুন যুবক বৃদ্ধ সকলকে আলোড়িত করে। আমি সত্যি হতবাক হয়ে যাই আমরা কি করে পারি এটা ভুলে থাকতে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিসের কথা বলছি হা ঠিক বুঝেছেন আমি ফেব্রুয়ারি মাসের কথাই বলতেছি কিন্তু এই নতুন বছরের একটি মাস চলে গেল কেউ ই এই ফেব্রুয়ারি মাসটি কথা মনে করেনি। আমার আরেও অবাক লাগে যখন দেখি আমাদের এই ব্লগের হাজার হাজার ব্লগার থাকা সত্বেও এই নিয়ে কোন আলোচনা করা হয়না। তার মানেকি আমারা শুধু মাত্র ২১ শে ফেব্রুয়ারির দিন আবার বলছি আমারা শুধু মাত্র একুশে ফেব্রুয়ারিতে এই দিনটির কথা স্মরন করে থাকি। কিন্তু কেন আমার কি সারা বছর এই দিনটিকে আমাদের মনে রাখতে পারিনা এটাকি এতই কষ্টকর??? না ২১ শে ফেব্রুয়ারিতে সারকারি বন্ধ থাকে বলে কি আমার এই দিন টাকে স্মরন করে থাকি। আর এই দিনটাকে স্মরন/মনে করার জন্য কি জন্য কি সরকারি বন্ধ থাকতে হয়। আমরা কি পারিনা ২১ শে ফেব্রুয়ারি এই চেতনা সারাটা বছর আমাদের মনে রেখে চলতে?????????? বিস্তারিত লিখতে পারলাম না কারণ আমি ঘুছিয়ে কিছু লিখতে পারি না আশা করি আপনারা আরো ঘুছিয়ে সুন্দর করে আরও বিস্তারিত লিখবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.