আমাদের কথা খুঁজে নিন

   

লেখালেখি করে সময় কাটছে এমপি রনির

সরকারদলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি জীবনে প্রথমবারের মতো ঈদ উদযাপন করতে যাচ্ছেন কারাগারে। এমপি রনি ২৫ জুলাই থেকে কাশিমপুর কারাগারের ভিআইপি বন্দীশালা সুরমা ভবনের দ্বিতীয় তলায় রয়েছেন বলে কারাগার সূত্র জানায়। কাশিমপুর কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবীর বাংলাদেশ প্রতিদিনকে জানান, সরকারদলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে কাশিমপুর কারাগারের ভিআইপি ভবন সুরমার দ্বিতীয় তলায় রাখা হয়েছে। একই ভবনে জামায়াত নেতা যুদ্ধাপরাধী মীর কাসেম আলী, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে রাখা হয়েছে। গত ১১ দিন ধরে বন্দীজীবন কাটছে এমপি রনির।

নিয়মিত নামাজ-রোজা, কোরআন তেলাওয়াত, লেখালেখি ও পত্রপত্রিকা পড়ে দিন কাটছে রনির। সপ্তাহে একবার স্ত্রী-সন্তানদের দেখাও পাচ্ছেন তিনি।

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের পেটানোর অভিযোগে করা হত্যা চষ্টোর মামলায় ২৫ জুলাই কারাগারে যান সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ওই দিন প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চম্পাকলি সেলে রাখা হলেও রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারের পার্ট-২ তে নিয়ে যাওয়া হয়।

সূত্র জানায়, বন্দী রনি এখন কারাগারে বসে কে বন্ধু কে শত্রু সে হিসাবই কষছেন।

পরিবারের সদস্যদের কাছে এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, সুখের সময় অনেকেই পাশে ছিল। কিন্তু আজ কেউ নেই। সবাই সুখের পায়রা। কারাগারে না এলে হয়তো তাদের চেনা হতো না।

জেল সুপার মো. জাহাঙ্গীর কবীর বাংলাদেশ প্রতিদিনকে জানান, তিনতলা সুরমা ভবনে আটটি ডিভিশন সেল রয়েছে। এখন আছেন মাত্র চারজন। কারাগারের নিয়ম-কানুন অনুযায়ী তাদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কারাগার থেকে সরবরাহ করা খাবারের বাইরে কিছু খেতে ইচ্ছে করলে কারা ক্যান্টিন থেকে আনিয়ে খাচ্ছেন। বাসা থেকে পরিবারের লোকজনের আনা খাবারও দেওয়া হচ্ছে তাদের।

তিনি জানান, মাঝে-মধ্যে কারাগারের বারান্দায় হঁাটাচলা করার সুযোগ পান বন্দীরা। তবে কারা কর্তৃপক্ষ না চাইলে একে অন্যের সঙ্গে দেখা করার কোনো সুযোগ নেই।

এদিকে, এমপি রনির পারিবারিক সূত্র জানায়, কারাগারে নামাজ রোজার পাশাপাশি তিনি লেখালেখি করছেন। তিনি কারাজীবন নিয়ে লিখছেন। পরিবারের সদস্যদের তিনি বলেছেন, আমি অন্যায়ের প্রতিবাদ করে পরিস্থিতির শিকার হয়ে কারাগারে।

বাংলাদেশের মানুষের সহানুভূতি আমার প্রতি। মামলা, জেল যা হোক না কেন অন্যায়ের বিরুদ্ধে আমার অবস্থান অবিচল থাকবে।  

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।