আমাদের কথা খুঁজে নিন

   

শ্বাসরুদ্ধকর ৩ ঘন্টা

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. বুধবার রাত ১০ টার কিছু পর, বাংলাদেশ সময় সকাল ১০ টা বৃহস্পতিবার, ফেইসবুক, ব্লগ, মিডিয়ার মাধ্যমেই আমরা প্রবাসী ভাই বোনেরা জেনেছিলাম আজকে রাজাকার সাঈদীর বিচারের রায় দেয়া হবে। রায় যখন দেয়া হবেতখন এখানের সময় ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২ টা আর বাংলাদেশ সময় দুপুর ১২ টা। তর সইছিল না কখন বেজে উঠবে ১২ টা। ইতিমধ্যেই জেনে গিয়েছিলাম সাঈদীকে আদালতে হাজির করা হয়েছে। ৭১ টিভি, সময় নিউজ দেখছিলাম।

দেখছিলাম তাদের নিয়মিত আপডেট। কিন্তু এত দেরি হচ্ছে কেন, বুঝতে পারছিলাম না। ১২০ পৃষ্ঠার রায় না পড়ে সার সংক্ষেপ পড়ছিলেন বিচারপতি সাহেব। সর্বশেষ খবরে জানতে পারলাম ১৫ টির মধ্যে ৮ টি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। মনে মনে উৎফুল্ল হচ্ছিলাম আর বুকের ভেতর যেন মনে হচ্ছিল কেউ যেন ড্রাম দিয়ে আঘাত করছে।

রায়ের আগে আবার শাহবাগ থেকে গণ মিছিলের আয়োজন করা হয়েছিল। নিয়মিত আপডেট পাচ্ছিলাম। ঘড়ির কাটা ১ টা বেজে গেলেও মূল খবরটা আসতে অনেক দেরি হচ্ছে। জুম্মার নামাজের বিরতির পর আবার রায় পড়া শুরু হয়েছে। এবার উত্তেজনা ক্রমশ বাড়তেই লাগলো।

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যখন ৭১ টিভির সাংবাদিক জানালেন সাঈদীর ফাঁসির রায় দেয়া হয়েছে তখন ঘড়িতে বাজে রাত ২টা ২৫ মিনিটের মত। শাহবাগ সহ দেশ কিংবা বিদেশে সব জায়গায় তখন আনন্দ উল্লাস চলছে। মনে অনেক তৃপ্তি নিয়ে ঘুমাতে গেলাম সেদিন। যা ধারনা করেছিলাম সাঈদীর এই রায় জামাতীরা মেনে নেবে না সহজে সেটা ধারণা করেছিলাম আগের দিনই। তারই প্রমাণ পেলাম পরের দিন ঘুম থেকে উঠে যখন সংবাদ গুলো পেতে থাকলাম।

জামাত - শিবির নারকীয় তান্ডব চালিয়েছে পুরো দেশব্যাপী। খুব ক্ষুব্ধ, হতাশ হয়েছি সেদিন। এরপর কি ঘটেছিল সবাই জানেন আপনারা। পর পর ২ দিন হরতাল দিয়েছে তারা। এদিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে এসেই সংবাদ সম্মেলনের ডাক দিলেন বিরোধীদলের নেত্রী বেগম খালেদা জিয়া।

উনি কি বলবেন তা কিছুটা ধারণা করেছিলাম। কিন্তু তারপর ও মনে কিছু আশা নিয়েই অনেকে বলেছিলেন তরূনদের এই নবজাগরণকে উনি সমর্থন জানাবেন! কিন্তু উনি সংবাদ সম্মেলন করে যা বললেন তা একজন বাঙ্গালী হিসেবে অত্যন্ত লজ্জাকর, ঘৃণীত। মুখে আর কোন শব্দ নেই। যা বলতে চাইঃ বেগম খালেদা জিয়া, আপনাকে বলছি। আপনি যা বললেন, তা কি বুঝে বলেছেন? আমি আজ খুবই লজ্জিত, অপমানিত, ক্ষুব্ধ, হতাশ! একবার বুকে হাত দিয়ে বলতে পারবেন এই কথা? নিজের মনুষত্যকে আপনি বিলিয়ে দিলেন এইভাবে? ক্ষমতাতে যাওয়াই যদি আপনার একমাত্র উদ্দ্যেশ হয় তাহলে আপনি অনেক বড় একটা ভুল করলেন।

দেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না। স্বাধীনতা বিরোধী শক্তিকে আপনি এভাবে সমর্থন দিলেন? অবশ্য আপনি যে এমন কিছুই বলবেন তা ধারণা করেছিলাম আগে থেকেই। এইসব আবোল তাবল কথা অনেক বলেছেন আপনারা। কিংবা আপনাদের মত রাজনীতিবিদেরা। একটা কথা মনে রাখবেন, এখন সেসব দিন আর নেই; যা বলবেন তাই আমরা সাধারণ জনগন মেনে নেবো।

এই সংবাদ সম্মেলনে কোন সাংবাদিক যে উঠে আপনাকে পাদুকা ছুড়ে মারে নি এটাই আপনার কপাল। এই নবজাগরণ থামবে না শত বাধা বিপত্তি এলেও। আন্দোলন চলছে, চলবে জয় বাংলা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.