আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ INVICTUS

জানি কম বুঝি কম আওয়াজ দেই বেশি যাতে অন্য লোকে না বুঝে আমি জানি বুঝি কম।
Director: Clint Eastwood Writers: Anthony Peckham (screenplay), John Carlin (book) Stars: Morgan Freeman, Matt Damon and Tony Kgoroge I'm a big fan of Clint Eastwood.আর এটা তার অন্যতম অসাধারন Film.এটা বিশ্বাস হতে চাইনা একই পরিচালক Unforgiven (1992) বানিয়েছেন। Storyline : Film টি নেলসন ম্যান্ডেলার মুক্তিদিয়ে শুরু । তারপর তিনি কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সাদা কালো মানুষ নির্বিশেষে Rainbow Nation সৃষ্টির চেষ্টা করছেন এবং কিভাবে এক সাথে দেশের সব স্তরের মানুষ কে একই কাতারে আনতে তিনি রাত দিন না ঘুমিয়ে কষ্ট করছেন তাই দেখানো হয়েছে। এক পর্যায় তিনি সকল জাতিকে উদ্বুদ্ধ করতে হারতে থাকা একটি রাগবি দলের পেছনে থেকে রাগবি দলের ক্যাপ্টেন কে রাগবি World Cup এর সপ্ন দেখান, এবং তা বাস্তবে রূপদান করে খেলার জনপ্রীয়তাকে কাজে লাগিয়ে কিভাবে সকল মানুষ কে ১৯৯৫ এর রাগবি world cup এর সাথে মানবতার World Cup এনে দেন Film টি তারই দৃশ্যায়্ন।তবে যারা রাগবি ভক্ত তাদের Film টি না দেখাই ভাল, কারন খেলার দৃশ্যায়্ন We Are Marshall বা আন্য Hollywood Film এর Style এ নয় তাই হতাশ হতে পারেন । তবে আসাধারন Film যে কেউ মুগ্ধ হবেন ।এটি 2 Oscars nominations. Another 6 wins & 17 nominations পেয়েছিল।না দেখা থাকলে জলদি দেখে নিন। My rating for INVICTUS is 4 out of five.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.