আমাদের কথা খুঁজে নিন

   

আবারও ভারতের বর্ষসেরা ক্রিকেটার, টেন্ডুলকার

.

আরও একটা পদক যুক্ত হলো শচীন টেন্ডুলকারের ঝুলিতে। গতকাল লিটল মাস্টারের হাতে উঠল ক্যাস্ট্রল বর্ষসেরা ভারতীয় ক্রিকেটারের পুরস্কার। ২০০৯ সাল থেকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রাখার জন্য বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও মনোনীত হয়েছেন ভারতের এই ব্যাটিং আইকন। মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার গ্রহণের পর শচীন বলেছেন, ‘আমরা যখন আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর দলে পরিণত হয়েছিলাম, তখন অনেকেই ভেবেছিল যে ৩০ বা ৪০ দিনের মধ্যেই আমরা এ শীর্ষস্থানটা হারাব। কিন্তু এখন এক বছরেরও বেশি হয়ে গেল, আমরা এক নম্বরেই আছি।

আর এটা সম্ভব হয়েছে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার জন্যই। ’ নিজের এবং সর্বোপরি ভারতীয় ব্যাটিংয়ের অগ্রগতির জন্য কোচ গ্যারি কারস্টেনেরও প্রশংসা করেছেন শচীন। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বর্ষসেরা বোলারের পুরস্কারটা পেয়েছেন হরভজন সিং। বর্ষসেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন বীরেন্দর শেবাগ।

টেস্টে সর্বোচ্চ ক্যাচ ধরার নতুন রেকর্ড গড়ায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন রাহুল দ্রাবিড়। দলের চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে অনেকবারই দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছেন ইউসুফ পাঠান। আর এই লড়াকু মনোভাবের স্বীকৃতিস্বরূপ ভারতের এ মারকুটে ব্যাটসম্যান পেয়েছেন ক্যাস্ট্রল ইমপ্যাক্ট ক্রিকেটারের পুরস্কার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.