আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফির বিশ্বকাপ দলে আসবে এটাই বাস্তব এবং আনুষ্ঠানিক ভাবে সেটাই নির্ধারনের অপেক্ষা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত করতে হবে

আমি স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মনুষত্বে

আগামী ৮ ফেব্রুয়ারি পরীক্ষা মাশরাফির। এই সময়ের মধ্যেই তাকে ফিটনেস প্রমাণ করতে হবে। তাহলে বিশ্বকাপ দলে সুযোগ পাবেন। বিসিবি সূত্রে এমনই জানা যায়।

মাশরাফিকে নিতে সবাই একমত। কারও দ্বিমত নেই। কিন্তু তার ইনজুরিই বিপাকে ফেলেছে। এখন মাশরাফি নিজেই পারে দলে যুক্ত হতে। এজন্য তাকে ফিটনেস প্রমাণ করতে হবে।

৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবি যে কোন ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। এরপর আইসিসির খরচের আওতায় পড়বে ক্রিকেটাররা। তখন আর কাউকে নেয়া সম্ভব নয়। তাই এ সময়ের মধ্যেই মাশরাফিকে ম্যাচ খেলার জন্য যে ফিট তা প্রমাণ করতে হবে। অবশ্য মাশরাফির আত্মবিশ্বাস অনেক।

এই বিশ্বাসের ওপরই বরাবর ইনজুরি থেকে মুক্ত হয়ে মাঠে ফেরেন 'নড়াইল এঙ্প্রেস'। এবার তার একই রকম বিশ্বাস রয়েছে। গতকাল মঙ্গলবারও অনুশীলন করেছেন। রান আপ বাড়িয়ে বল করেছেন। প্রতিটি দিন যাচ্ছে মাশরাফির রান আপ বাড়ছে।

দু'একদিনের মধ্যে মাশরাফি ফুল রান আপে বল করবেন। এরপর সুপার লীগের শেষ দিকে খেলার ইচ্ছা রয়েছে মাশরাফির। সুপার লীগে খেলেই নিজেকে ম্যাচ খেলার জন্য ফিট তা প্রমাণ করতে চান। বিসিবিকেও দেখাতে চান তাঁর যে ম্যাচ ফিটনেস আছে। এরপর দলে ভেড়ানোর যে প্রক্রিয়া তা সফল হবে।

এ জন্যই মাশরাফি বল হাতে তুলে নিতে উদগ্রীব। আজ বুধবারও অনুশীলন করবেন মাশরাফি। মঙ্গলবার ১৮ মিটার রান আপে বল করেছেন। ধীরে ধীরে তা বাড়িয়ে যাবেন মাশরাফি। আজ বাংলাদেশ দলের আবার অনুশীলন শুরু হচ্ছে।

১ ফেব্রুয়ারি থেকে চারদিনের জন্য চট্টগ্রামেও অনুশীলন করবে দল। সেখানেও মাশরাফি অনুশীলনে থাকবেন বলেই জানা গেছে। ৮ ফেব্রম্নয়ারি পর্যনত্ম ফিজিও মাইকেল হেনরির অধীনে এভাবেই অনুশীলন করে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করবেন এই দেশ সেরা পেসার। তাতেই তাঁর আশা বিশ্বকাপ দলে সুযোগ হবে। আগের দুই বিশ্বকাপেই দলের হয়ে খেলেছেন।

এবার তৃতীয় বিশ্বকাপ খেলার স্বপ্ন তাঁর। কিন্তু ১৫ সদস্যের ঘোষিত দলে তাঁর স্থান হয়নি। ইনজুরির দোহাই দিয়ে তাঁকে ছিটকে ফেলা হয়েছে। তবে আশা আছে। শ্রীলঙ্কায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়ংয়ের কাছ থেকে ইতিবাচক সাড়াও নিয়ে এসেছেন।

এখন বাকিটা নির্ভর করে বিসিবির ওপরই। আর দেশবাসির দোয়া সঙ্গে নিয়েই মাশরাফি বিশ্বকাপ দলে জায়গা নিয়ে মাঠ মাতাবে সেটাই আমার প্রত্যাশা সূত্র: দৈনিক পত্রিকা এবং মিডিয়া হতে তথ্যের আলোকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।