আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রেরণা



জন্ম থেকে দুজন মানুষকে খুবই কাছে থেকে মানুষ দেখে আর সবাই ছাড়া আর তারা হল বাবা, মা। তারা না থাকলে মনে হয় পৃথিবীতে অন্ধকার, তারা না থাকলে নিজেকে চির নিঃস্ব একাকী মনে হয়। পাঁচ বছর হল বাসা ছেড়েছি, স্কুল পাস করার পর, কলেজ এবং ভার্সিটিতে বাবা মাকে ছাড়া থাকতে হচ্ছে। আর সবার মত আমার বাবা, মার সাথে আমার সম্পর্ক এমন না যে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে হবে, বা সকালে খেয়েছ, বিকাল খাওনি এরকম কিছু জিজ্ঞাসা করতে হবে। আমি বলি আমার বাবা মার সাথে আমার একটা ইঊনিক সম্পর্ক, যাকে আমার মনে হয় আর সবার চেয়ে আলদা। যদিও আমাকে তারা আদিখ্যেতা করে কখনও জিজ্ঞাসা করেনা যে বাবা, খেয়েছ বা এধরনের কিছু। বিশেষ কিছুর মঝে যেমন বিশেষ ভালবাসা লুকিয়ে থাকে আমারও তেমনি এরকম লুকিয়ে আছে। ভালবাসি মা তোমাকে যদিও তুমি মানসিক সমস্যায় জর্জরিত, তুমি আমার অনুপ্রেরণার উৎস সকল কাযে কর্মে, ভালবাসি বাবা তোমাকে। আমার বাবা অসুস্থ, তাও অবাক হয়ে যাই তার কর্মস্পৃহা দেখে, এই অবস্থায় শুধু সন্তানের জন্য অফিস করে যাচ্ছে, জোর করে বললাম ছুটি নাও, তাও বলল না আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে, জন্ম থেকেই তোমার কর্মস্পৃহা দেখে অনুপ্রাণিত হই, আজ আবার হলাম, আপনারা সবাই আমার পিতা, মাতার জন্য দোয়া করবেন তারা যেন দীর্ঘজীবী হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।