আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রেরণা

আমি সেই আলো খুঁজে বেড়াই যেই আলোতে আমার দু চোখ প্রশান্তি পাবে। মৌনতার অবসান ঘটবে। মানুষের জীবন বড়ই অদ্ভুত। কিছু প্রিয় আর অপ্রিয় মুহূর্তের সমষ্টি। আমরা চাই জীবনে শুধু হাসি,খুশি আর আনন্দ আসুক।

চাওয়াটা খারাপ কিছু না। কিন্তু জীবনে যেমন আনন্দের দরকার আছে কষ্টেরও দরকার আছে। আপনি কতটা সহনশিল,কতটা ধৈর্যশীল,কতটুকু আবেগ প্রবণ,আপনার মনের জোর কতটুকু, আপনি কতটা ত্যাগ শিকার করতে পারেন এইসব অনুধাবন করার জীবনে কষ্টের দরকার আছে। মানুষের চলার পথ কন্টকীর্ন। অনেক বাধা,বিপত্তি আর বিপদ আসে।

সেই সময় গুলতে আপনি কতটা সাহসী, কোন অবস্থা তে আপনি আপনের উপস্থিত বুদ্ধির কি ধরনের ব্যবহার করেন সেটা জানার অনেক দরকার আছে। আপনি কিসে খুশি হতে পারবেন,কিসে আপনার আনন্দ নিজেকে জিজ্ঞেস করুন। আপনি নিজে কি চান নিজেকে প্রশ্ন করুন। জীবনের প্রত্যেক মোড়ে মোড়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে,অনেক ঝুকি নিতে হবে। মনে রাখবেন আপনার সিদ্ধান্ত,আপনার চিন্তাভাবনা সব সময় সঠিক নাও হতে পারে।

তারপরেও আত্মবিশ্বাসী হন। ধৈর্য ধরুন, আপনি অবশ্যই সফল হবেন। আপনার স্বপ্ন বাস্তব হবে এই বিশ্বাস নিজের মনে গেথে ফেলুন। মানুষের জীবন অনেক চ্যাঁলেঙ্গিং। অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়।

বাস্তবতা অনেক নিষ্ঠুর,অনেক করুণ। কিন্তু মনে রাখবেন আপনের রাজত্তের আপনিই রাজা। নিজের জগত টাকে নিজের মত করে সাজিয়ে তুলুন। অন্যকে নয়, আগে নিজেকে চিনুন নিজেকে জানুন। নিজের ভালদিক গুলোকে জানুন।

মন্দদিক গুলকেও খোঁজার চেষ্টা করুন। নিজের সমস্যা গুলোকে চিন্হিত করে সমাধানের চেষ্টা করুন। আপনি পারবেন, অবশ্যই পারবেন নিজের গন্তব্যস্থলে যেতে। নিজের স্বপ্ন গুলোকে পূরণ করতে। নিজের উপর বিশ্বাস রাখুন।

কঠিন পথ সোজা মনে হবে। জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য শুভ কামনা রইল সবার প্রতি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।