আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রেরণা

আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার চিন্তার সীমাটা ছিল অসীম। আমি স্বপ্ন দেখতাম এই পৃথিবীটাকে বদলে দেওয়ার। যখন একটু বড় হলাম,বুঝতে পারলাম পৃথিবীকে বদলানো অনেক কঠিন কাজ। তাই আমি আমার স্বপ্নটাকে ছোট করে ফেললাম এবং ভাবলাম যে পৃথিবী থাকুক, আমি আমার দেশকে বদলাবো। কিন্তু এটাও পরে অনেক কঠিক মনে হতে লাগলো।

তাই যখন আমি আমার মধ্য বয়সে উপনীত হলাম,আমার শেষ চেষ্টা হিসেবে আমি আমার পরিবারকে,আমার আত্বীয় স্বজনের জীবনকে বদলাতে চাইলাম, কিন্তু হায় ! এটাও আমার পক্ষ্যে করা সম্ভব হল না। এখন আমি বৃ্দ্ধ,মৃত্য শয্যায়। আমি হঠাৎ উপলব্ধি করলাম,'যদি আমি সবার আগে শুধু নিজেকে বদলাতে পারতাম,তাহলে আমি নিজেকে উদাহরন হিসেবে দেখিয়ে আমার পরিবারকে বদলাতে পারতাম। তাদের সবার অনুপ্রেরণা ও উৎসাহ সাথে থাকলে আমি হয়তো আমার দেশের উন্নতি করতে পারতাম,কে জানে, আমি হয়তো এই পৃথিবীটাকেও বদলে দিতে পারতাম। ' বৃদ্ধ বিষয়টি উপলব্ধি করতে পারলেও তার হাতে হয়তো আর বেশি সময় নেই,কিন্তু আমাদের হাতে তো সময় আছে,আমাদের পরিবারের জন্য,এই দেশের জন্য কিছু করতে হলে আগে আসুন নিজেকে বদলানো শুরু করি।

আজ থেকেই...। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।