আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমময় স্বপ্ন অতঃপর...

ছুটতে ছুটতে হয়তো অনেকখানি পেছনে ফেলে এসেছি মুহুর্তগুলোকে; তারপরও সময়ের সাথে থাকার দীপ্ত শপথ মোর, জানিনা এই সময় কি মেনে নেবে সেই আমাকে...

সময় কবেই বা পেরিয়ে গেল; টেরই পেলাম না যেন – তাই-ত ভাবনাগুলো আজও এলোমেলো! ব্যস্ততায় নিজেকেই চিনতে পারিনা। এইতো সেদিন বৃষ্টিতে ভিজে - হাঁটছিলাম মেঠো পথটি ধরে, গন্তব্য ছিলনা ঠিক; পথ আগলে দাঁড়ায় মেয়েটি। যাওয়া হলনা আর; নিদ্রাভঙ্গ হলে মনে পড়ল স্বপ্ন দেখছি, ক্ষেতের ধানগুলো শিরশির বাতাসে দোলা দিয়ে ওঠে; কেন জানিনা স্বপ্নের সেই মেয়েটিকে - বড্ড মনে ধরে! দরজায় হঠাৎ নক্ পড়ে; খুলতেই বুকের মধ্যে ঝাপিয়ে পড়ে সে! হ্যাঁ! আর কিছু নয় – প্রেমই ধরা দেয় তখন ভাঙা সে কুটিরেতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।