আমাদের কথা খুঁজে নিন

   

আমি প্রেমময় সুখবোধে আছি - আমি তোমার নিশ্বাসে আছি - আমি আছি চন্দ্রের পরিপূর্ণতায়

মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░ আমি গোলাপের পাপড়িতে আছি আমি শ্রাবণের বর্ষায় আছি আমি মেঘের গর্জনে আছি আমি আছি পাহাড়ের ঝর্ণাধারায় আমি আকাশের শূন্যতায় আছি আমি বৃষ্টির রিমঝিমে আছি আমি পুষ্পের সমাহারে আছি আমি আছি সমুদ্রের গভীরতায় আমি মহানুভবের কৃপায় আছি আমি কৃষাণের জল সিঞ্চনে আছি আমি বাতাসের সমিরণে আছি আমি আছি ক্ষুদ্র বালুকণায় আমি আলো-আঁধারির রোমাঞ্চে আছি আমি প্রেমময় সুখবোধে আছি আমি তোমার নিশ্বাসে আছি আমি আছি চন্দ্রের পরিপূর্ণতায় আমি তোমার আঁড় চোখে আছি আমি তোমার বাঁকা ঠোটে আছি আমি তোমার বকুনিতে আছি আমি আছি তোমার বাড়ির আঙ্গিনায় উপরের লাইনগুলো কোথাও কেউ কখনো শুনেনি। আজ এক পোস্টে মন্তব্য করতে গিয়ে ভাবছি কী কমেন্ট করবো? তখন এই চরণগুলো তৈরী করেছিলাম। প্রকাশ করে দিলাম। সুর দিলে গান হতে পারে। উৎসর্গঃ বরাবরের মতোই তাকে (যাকে একটি কবিতা উৎসর্গ করেছিলাম)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।