আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৬৪



হালে বাংলায় যেসব শব্দ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তাদের মধ্যে 'ল্যাংবোট' শব্দটি অন্যতম। কারণ চামচার দাপটে ল্যাংবোট এখন কোণঠাসা। ল্যাংবোট মানেও যে চামচা। চামচাদের আপনি সব জায়গায় পাবেন, এমনকি ব্লগেও। এককালে পালতোলা জাহাজের পেছনে শেকল বা কাছি দিয়ে বাঁধা ছোট নৌকাকে বলা হতো লংবোট।

এ নৌকায় কোনো নাবিক থাকতো না। এটা মূল পালতোলা নৌকার সঙ্গে সাগরময় ভেসে বেড়াতো। এটা সব সময় দরকারে লাগতো না ঠিকই। কিন্তু তা একেবারে অপ্রয়োজনীয়ও ছিল না। মূল জাহাজের পেছনে পেছনে সাগরময় ভেসে বেড়ানো লংবোটের চিত্র ও অনুষঙ্গ থেকেই বাংলায় ক্ষমতাবান ব্যক্তির সঙ্গে সব সময় লেপ্টে থাকা ব্যক্তিই ল্যাংবোট নামে হিসেবে পরিচিতি পেয়েছে।

শুধু লং শব্দটি ল্যাং হয়ে গেছে Ñ--- এই যা। অভিধানে ল্যাংবোট শব্দের অর্থে বলা হয়েছে : অনাশ্রিত ব্যক্তি, অনুসরণকারী, নিত্যসঙ্গী, অনুচর, পার্শচর, চামচা। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।