আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৬৬



অর্থের সম্প্রসারণ ঘটা ভাষার গতিশীলতার পরিচায়ক। বাংলা ভাষায় এমন দুটি শব্দ হচ্ছে 'গৌরী' ও 'গৌরীদান'। সংস্কৃতে 'গৌরী' শব্দের একটি অর্থ হচ্ছে আট বছরের বালিকা। এর সমর্থনে মধ্যযুগের সংস্কৃত অভিধান অমরকোষে (পদ্যাকারে লিখিত) বলা হয়েছে: ‌অষ্টবর্ষা ভবেদগৌরী, নববর্ষা তুরোহিনী। দশমে কন্যাকা প্রোক্তা অতঊর্ধ্বংরজস্বলা'।

এ কারণে আট বছর বয়সী মেয়ের বিয়েই প্রকৃত গৌরীদান। কিন্তু পরবর্তীকালে প্রয়োগগত অর্থে বয়সটা চূড়ান্ত মাপকাঠি হয়ে দাঁড়ায়নি। বরং গৌরীদানের অর্থ হয়ে গেলো নাবালিকার বিয়ে বা রজস্বলা হবার আগেই বিয়ে। শুভ সংবাদ হলো বর্তমান লেফট-রাইট সরকার নাবালিকা বিয়ে বন্ধে বেশ অ্যাকটিভ। পুলিশ খবর পেলেই বাল্যবিয়ে বন্ধে উদ্যোগ নিচ্ছে।

অভিধানে গৌরী শব্দের আরো অনেক অর্থ রয়েছে। তবে গৌরীর বিয়েতে এখন আর গৌরীসেনরা তেমন একটা টাকা দেন না। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।