আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম-১৫৭ (ঘাট)



আমরা মাঝে মাঝে বলি 'ঘাট হয়েছে বাবা! এবার থাম। ' এই 'ঘাট' আবার কি চিজ, সেটাই বলছি। সংস্কৃত 'ঘট্ট' ধাতু থেকে আসা বিশেষ্য হিসেবে বাংলা ঘাট অর্থ নদী, পুকুরে নামার জায়গা, নৌকা বা জাহাজ ভেড়ার স্থান, প্রবেশপথ বা ঘাঁটি, বাদ্যযন্ত্রের সুরের পর্দা বা রীড। ভারতের একটি পর্বতের নাম (পশ্চিম ঘাট)। আবার ক্রিয়াপদে ঘাট কামানো মানে হিন্দুসমাজে পিতামাতা প্রভৃতি আত্মীয়ের মৃতাশৌচ শেষ হওয়ার নখ দাড়ি চুল প্রভৃতি কামানো।

ঘাট মারা মানে শুল্ক ফাঁকি দিয়ে গোপনে আমদানি-রফতানি করা অর্থাৎ চোরাচালানি। ঘাটে এসে নাও ডুবানো মানে কোনো বিষয়ে সাফল্যের প্রান্তসীমায় এসে সব পণ্ড করা। বিশেষ্যে ঘাটের কড়ি মানে পারের কড়ি বা মাশুল, নদীর পার হবার ভাড়া বা পারানি। আবার আলঙ্কারিক অর্থে ঘাটের কড়ি মানে পরপারে যাবার জন্য পুণ্যরূপ কড়ি। অন্যদিকে ক্রিয়া-বিশেষণ হিসেবে ঘাটে ঘাটে মানে সকল প্রান্তে বা সব জায়গায় (আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে - রবীন্দ্রনাথ ঠাকুর)।

সংস্কৃত ঘট্ থেকেও বাংলায় ঘাট শব্দটি এসেছে। এ ঘাট মানে অন্যায়, অপরাধ, দোষ, ত্রুটি, ভুল (ঘাট হয়েছে বাবা! আর ওপথে নয়)। কমতি, ন্যুনতা অর্থেও এ ঘাট শব্দটি প্রচলিত। আবার ক্রিয়াপদে ঘাট মানা অর্থ দোষ বা ত্রুটি স্বীকার করা এবং ঘাট মানানো অর্থ দোষ বা ত্রুটি স্বীকার করতে বাধ্য করা। আবার ঘাট হওয়া মানে যথোপযুক্ত সাজা হওয়া (না বাছা তোমরা যাও আমার ঘাট হয়েছে - মধুসূদন দত্ত)।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।