আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানির জন্য একটি স্মৃতিসৌধ নির্মান করা হউক

দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন

সারারাত ঘুমাতে পারিনি। ফেলানির লাশটা ঝুলে আছে। কি করে ঘুমাই? বিএসএফ এর হাতে প্রতিনিয়ত বাংলাদেশী খুন হচ্ছে। কিন্তু ফেলানিকে খুন করার বিষয়টি পৃথিবীতে নৃসংশ খুনের জঘন্যতম উদাহারন। ফেলানি।

ছোট্ট একটি মেয়ে। সবেমাত্র স্বপ্নগুলো তার দুচোখে অংকুরিত হচ্ছিল। যে দেশের স্বাধিনতার স্বাদ আসাধন করার স্বপ্নকে স্বাধিনতার প্রত্যুষে যেভাবে খুন করার প্রয়াস চালানো হয়েছে ; ফেলানিতো সেদেশের মানুষ। মৃত্যু একটি অতিস্বাভাবিক বিষয়। কিন্তু ফেলানির মৃত্যুর নৃসংশতা যে কোন রূঢ়তাকে হার মানিয়েছে।

আমাদের গর্বের স্বাধিনতার ঠিকানা কোথায় ফেলানি আমাদের দেখিয়েছে। ফেলানি আমাদেরকে বলে গিয়েছে "বাংলাদেশ জেগে উঠো, এটা ঘুমিয়ে থাকার সময় নয়, চার পাশে তোমার পিশাচের হিংস্র নখর" বিএসএফের হিংস্রতার শীকার সকলের জন্য ফেলানির নামে একটি স্মৃতিসৌধ নির্মান করা হউক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.