আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানির লাশ

স্বপ্নের নির্বোধ ফেরিওয়ালা... ফেলানি বাংলাদেশের সবুজ শ্যামলিমায় বেড়ে ওঠা এক দরিদ্র কিশোরির নাম/ সীমান্তের কাটা তার পেরিয়ে ওপারে গিয়েছল মেয়েটি জীবনের পরম আশ্রয় বাবার হাতটি ধরে শ্রমের বিনিময়ে নিছক কিছু বাড়তি উপার্জনের আশায়/ সে জানতনা বন্ধুকওয়ালাদের কাছে জীবন এত তুচ্ছ/আর তার বাবা সহজ সরল মানুষটি যার চোখের সামনে বাড়ির পাশের বিস্তৃত জমিন ভাগ হয়েছিল/ একই আকাশের নিছে থেকে থেকে তা ভুলতে বসেছিল বেচারা/এমনকি সদ্য নির্মিত কাটাতারের দেয়াল তার ওপারে যাওয়ার অভ্যাস বদলে দিতে পারেনি/ আর মেয়েটি সে ত কখনো পড়েনি কাটাতার বির্ণিমানের ইতিহাস,রক্তাপ্লুত ইতিহাস/তাই সাধের উপার্জন শেষে মেয়েটি যখন বাড়ি ফিরছিল নতুন জীবনের নীড় বাধার আশায় সীমান্তের অতন্দ্র প্রহরীদের নিখুত নিশানায় হয়েছিল লাশ/ ফেলানির জন্য আমরা কিছুই করিনি! নিছক ভদ্র প্রতিবাদ একটি মানববন্ধনও/রাষ্ট্র ঐতিহাসিকভাবেই নির্বিকার/এ যেন অসহায় মায়ের সন্তান হারানোর শোকে এক অদ্ভুত নিরবতা/ এই নীরবতা এই নির্বিকার মৌনতা ভেঙ্গে জেগে ওঠো সাহসী স্বদেশ/জেগে ওঠো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.