আমাদের কথা খুঁজে নিন

   

আপেল নিয়ে কথন

আমার ব্যক্তিগত ব্লগ

আমি আপেল খেতে খুব একটা পছন্দ করিনা। না পারতে খাই। তারপরও বেশির ভাগ অনুষ্ঠানের ফলের মেনুতে একটা আপেল থাকে। ইফতারী খেতে গেলেও তাই। এমন না যে ফলটা দেশি আর সস্তা।

পত্রিকায় পড়েছি, রোজ একটা আপেল ডক্টরকে দুরে রাখে (এরকম কিছু)। মানে রোজ একটা আপেল খেলে আপনি সুস্থ থাকবেন। ডক্টরের কাছে যেতে হবে না। কথা হয়তো আমার ছেলেও জেনে গেছে। ও যেসব ফল পছন্দ করে সেগুলোর মধ্যে আপেল অন্যতম।

শাফিন (আমার ২ বছরের ছেলে) যখন ডিম খেতে চায় না, তখন আপেলের লোভ দেখাই। এক চিমটি ডিম ভাজা, আর এক টুকরো আপেল এভাবে কয়েক চিমটি ডিম খাওয়াতে পারি। তাই এখন আমি আপেল খুব পছন্দ করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।