আমাদের কথা খুঁজে নিন

   

রহস্যময় ফল আপেল

পৃথিবীতে নানা ধরনের রহস্য আছে। আমরা যখন শুনি গাছ মানুষ খেয়ে ফেলেছে, তখন ভূতের রহস্য আর রহস্য থাকে না, পান্তা ভাত হয়ে যায়।

রহস্যের কি আর শেষ আছে! কোটি কোটি রহস্য। কিন্তু আপাতত আমি ফলের রহস্য নিয়ে চিন্তিত। আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা... কত ধরনের ফল।

এদের জন্মই হয়েছে খাওয়ার জন্য এবং বাথরুম হয়ে ড্রেন দিয়ে গড়িয়ে গড়িয়ে বুড়িগঙ্গায় যাওয়ার জন্য। অথচ আপেল! ইহা একটি অতীব রহস্যময় ফল।

আপেল যখন যারে ধরে, কিছু একটা করেই ছাড়ে। যেমন পৃথিবীর প্রথম পুরুষ আদম আপেল খেয়েছিল বলেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। তিনি আপেল না খেলে আমরা এখানে আসতে পারতাম না।

তাই আপেলের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।

এটা ছিল আপেলের প্রথম খেলা। আপেল দ্বিতীয় খেলা দেখিয়েছিল নিউটনের মাথায় টুপ করে পড়ে। এমনভাবেই পড়ল যে নিউটনের মাথার লক খুলে গেল। আপেল পড়ার আগে নিউটন ছিলেন বোকা টাইপের, আপেল পড়ে তাকে জ্ঞানী বানিয়ে দিল।

তিনি পেয়ে গেলেন মহাকর্ষ-অভিকর্ষ সূত্র। এ সূত্র দিয়েই বিজ্ঞান কোমর সোজা করে দাঁড়াল।

দুটি বিশাল ঘটনা ঘটিয়েও আপেল থেমে নেই। এরপর সে চেপে বসল স্টিভ জবসের ঘাড়ে। ভদ্রলোক আপেল কম্পিউটার আর আপেল ফোন বানিয়ে ছেড়ে দিলেন।

আমরা তা নিয়ে নাড়া-চাড়া করছি।

তিন তিনটি বিশাল কাণ্ড ঘটিয়ে এবার আপেল এসে পড়েছে আমার ভাঙা-ঘরে। বউ আবদার করেছে, তাকে একটি আপেল ফোন কিনে দিতে হবে। আমি বাজার থেকে টসটসা এক কেজি আপেল কিনে দিয়ে কোনোমতে ব্যাপারটা দফারফা করতে চাইলাম, লাভ হলো না। তার আপেল ফোনই লাগবে।

হাওয়ার আবদারে আদম আপেল খেয়ে ভুলের কারণে পৃথিবীতে আসতে হয়েছে। জানি না, বউয়ের আবদারে আমি আপেল ফোন কিনে আবার কোন ডিমোশনের কবলে পড়ি। কারণ আপেল মানেই তো কোনো না কোনো ঘটনা ঘটে যাওয়া। সেই ঘটনাটা কি? ইটস এ ট্রিলিয়ন ডলার কোশ্চেন।

খুব বেশিদিন যায়নি, ট্রিলিয়ন ডলার কোশ্চেনের উত্তর পেলাম ফতুর হয়ে।

বউকে আপেল ফোন কিনে দিলাম এত্তগুলা টাকা দিয়ে। সে সেটা নিয়ে খুবই উত্তেজিত। এমনই উত্তেজিত যে, তার কোনো এক বান্ধবীকে দেখাতে গিয়ে উত্তেজনায় কাঁপতে কাঁপতে হাত থেকে ফেলেই দিল। উহার গ্লাস ভেঙে চুরমার। এখন বউ বায়না ধরেছে, গ্লাস ঠিক করে দিতে হবে।

ঠিক করতে গেলেই আবার পকেট খালি। হায় খোদা, এই ছিল কপালে!

কিছুতেই হিসাব মিলছে না, আপেল আগের ঘটনাগুলোতে ছিল উপকারী ফল, আমার বেলায় কেন অপকারী হলো!

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।