আমাদের কথা খুঁজে নিন

   

আপেল সূত্র

শব্দশিখা জ্বলে...

আবদুর রব আপেল কোথায় পড়েছিল, এ বিতর্ক শুরুর অনেক আগে ছবি এঁকে ও কবিতা লিখে জানায় সে নিজ প্রতিভার কথা; বিধবা মা এসব পাত্তা না দিয়ে বললেন যাও চাষাবাদ কর। চাচা তাকে কেমব্রীজে যাবার ব্যবস্থা করে বাঁচিয়ে দিলেন; বিষয়টা এ ভাবে শেষ না হলে অন্যভাবে লেখা হতো আপেল সূত্রের ইতিহাস। জন্মের আগেই পিতৃহারা ছেলেটির মধ্যে ঈশ্বর দেখেছে তার নিজ প্রতিচ্ছবি; পুরোনো প্রিজম হাতে দিয়ে তিনি তাকে দেখালেন রঙধনু, দিলেন সন্ধান- আপেল সূত্রের। মানুষ কাহিনী ভালোবাসে, আপেলকে তাই নিউটন সাহেবের মাথায়ই পড়তে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।