আমাদের কথা খুঁজে নিন

   

সোনালি আপেল

শব্দশিখা জ্বলে...

লিয়াং জিয়াওবিন অনুবাদ: আবদুর রব তেলকালি মাখা ছোকড়া ম্যানেজার সারাক্ষণ কারখানাময় ছোটাছুটি করে। সদ্য কাজ পাওয়া এক শ্রমিক, কিছুই গ্রাহ্য করে না, মেশিনের ধারে বসে আপেল খাচ্ছিলো। ম্যানেজার বাবু সন্তর্পণে সেখানে হাজির। তার মুখ থেকে ফুল ছেঁড়ার মতো টুপ করে আপেলটি ছিনিয়ে নিল। যেন কিছুই হয়নি এরকম ভাব করে আপেলটি পায়ে মাড়ালো।

দৃঢ় আত্মপ্রত্যয়ে হেঁটে গেলো। থ্যাঁতলানো আপেলের গন্ধে ভরে যায় সমস্ত কারখানা। মবিলের ঝাঁঝালো গন্ধও যোগ হয় তাতে। কিন্তু দোহাই এমন নিষ্ঠুর আচরণের জন্য দূষো না তাকে। দরজার দিকে পা বাড়ালো সে।

দৃষ্টি নিবদ্ধ দূরে। চোখেমুখে বিষাদের ছায়া। এসেম্বলি লাইন বরাবার ঝকঝকে নতুন বৈদ্যুতিক মেশিন বসেছে তুচ্ছ এ ঘটনাকে অগ্রাহ্য করে। আধুনিক যৌথশ্রম শ্রমিকের শৃঙ্খলা চায়। উদার অনুভূতি এখানে অচল।

আমি প্রশংসা করি তাকে, সময়ের সেনাপতি সে। আমার রাখালিয়া পদাবলী গভীর সঙ্কটে আজ। কেবলি ভাবি আমি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।