আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানীর পর এবার ''শাহজাহান রাশু''। (আর কত সহ্য করতে হবে আমাদের?? কতৃপক্ষের জবাব চাই)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

শনিবার ভোরে কাঁটাতারের বেড়ার এপার থেকে ওপারে ভারতীয় বন্ধুর সঙ্গে কথা বলছিল চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার দরিদ্র বর্গাচাষী শাহজাহান রাশু(২৬)। তারপরই ঘরে ফিরে নাস্তা সেরে তার মাঠে যাওয়ার কথা ছিল ফসলের পরিচর্যায়। কিন্তু কে জানতো এ ঘটনাই তার জীবনে কাল হয়ে দেখা দেবে। সে আর হেঁটে মাঠে তো দূরের কথা, বাড়িতে পর্যন্ত ফিরতে পারবে না! দুই বন্ধুর এই কথোপকথনের সময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়।

এরপর নির্মম নির্যাতন চালিয়ে ২ পা ও ১ হাত থেঁতলে ভেঙ্গে দেয়। দুই ঘণ্টা পর তাকে ফেলে রেখে যায় বাংলাদেশ ভূ-খণ্ডে। স্থানীয়রা বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) জওয়ানদের সহায়তায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর সীমান্তে শনিবার ভোরে এ ঘটনাটি ঘটে।

সরেজমিনে মাসুদপুর সীমান্ত এলাকায় গেলে আহত রাশুর স্বজন ও গ্রামবাসী বাংলানিউজকে জানান, শনিবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর গ্রামের মৃত ইউনুস বাবুর্চির ছেলে শাহজাহান রাশু পাশের গ্রাম মাসুদপুর সীমান্তের মেইন পিলার ৪-এর সাব পিলার ৫ এলাকায় গিয়ে কাঁটাতারের এপার থেকে অপর পারে ভারতীয় এক বন্ধুর সাথে কথা বলছিলেন। এ সময় পশ্চিমবঙ্গের মালদহ জেলার শুভপুর ক্যাম্পের ২০/২৫ জন বিএসএফ জওয়ান তাকে ধরে ওপারে নিয়ে যায়। এরপর ক্যাম্পে নিয়ে তার ওপরে চালানো হয় ভয়াবহ নির্যাতন। এতে তার ২ পা ও বাম হাত ভেঙ্গে যায়। ২ ঘণ্টা এভাবে নির্যাতনের পর তাকে যেখান থেকে নিয়েছিল সেখানে ফেলে রেখে যায় বিএসএফ।

স্থানীয়রা বিজিবি’র সহায়তায় তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। ২ ছেলেমেয়ের জনক শাহজাহান তার একমাত্র সন্তান। বিধবা মায়ের সংসারে সেই ছিল উপার্জনম ব্যক্তি। পেশায় সে বর্গাচাষী। অন্যের জমিতে ফসল ফলিয়ে সংসার চালাতো।

রাশুর বিধবা মা রওশানা বেগম বাংলানিউজকে জানান, ভোরে শাহজাহান তাকে জানিয়েছিল, পাশের গ্রামে এক বন্ধুর সঙ্গে দেখা করে সে বাড়ি ফিরবে। এরপর নাস্তা সেরে তার তে তদারকিতে যাওয়ার কথা ছিল। কান্নারুদ্ধ কণ্ঠে তিনি বলেন, ‘কিন্তু ওপারের বন্ধুর সঙ্গে কথা বলার অপরাধে বিএসএফ আমার ছেলেকে ধরে নিয়ে হাতপা ভেঙ্গে চিরদিনের জন্য পঙ্গু করে দিল। ’ শনিবার বিকেল ৩টার দিকে রাশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এসময় মনাকষা বাজারে এলাকায় শাহজাহানের মাসহ অন্যান্য স্বজনরা এ বাংলানিউজ প্রতিনিধিকে জানান, চরম দারিদ্রকার মধ্যে দিন পার করছে রাশুদের পরিবার।

যেভাবে নির্যাতন চালিয়ে রাশুর হাত-পা ভেঙ্গে ফেলেছে বিএসএফ তা অমানবিক। যার চিকিৎসা খরচ চালানো দুঃস্থ পরিবারটির পে অসম্ভব। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বর্ডার গার্ড-বিজিবি’র অধিনায়ক আবু বকর আবু বাংলানিউজকে জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে অমানবিক বিষয়টি নিয়ে বিজিবি পতাকা বৈঠকের আহবান জানালেও বিএসএফ’র সাড়া পাওয়া যায়নি। তিনি আরও জানান, এ ঘটনার পরিপ্রেেিত মালদহ ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে ফোনে আলাপ হয়েছে।

তিনি আজ (রোববার) বিকেল ৩টায় মাসুদপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবানে সাড়া দিয়েছেন। বিজিবি অধিনায়ক জানান, কেউ আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োগের জন্য আইন রয়েছে। কিন্তু নির্যাতন কিংবা হত্যার কোনও বিধান নেই। কিন্তু বিএসএফ তাই চলেছে বাংলাদেশি নাগরিকদের েেত্র। তিনি জানান, বিকেল ৩টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মাতব্বরদের মাধ্যমে গুরুতর আহত শাহজাহানকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তার চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে বিজিবি থেকে। এদিকে রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন রাশুর অবস্থা আশংকাজনক। বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১০ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.