আমাদের কথা খুঁজে নিন

   

আমি কিভাবে ডিস্কো বান্দর হইলাম!

Speak no evil, hear no evil, see no evil.

ভাই ও বোন গন, আমি আগে ডিস্কো বান্দর ছিলাম না, ছিলাম একজন অতীব সাধারণ আম জনতা। কিন্তু নিয়তির খপ্পরে পড়িয়া আজ আমি বান্দর, ডিস্কো বান্দর। সে বেশ কিছুকাল আগের কথা। তখন আমি সামুতে ছিলাম না, জানতাম না সামু কি। স্ত্রী, কন্যা নিয়া ভালোই ছিলাম। কিন্তু একদিন.... অফিস হইতে আসিয়া বাসায় চা পান করিতেছি। হঠাৎ টিভি রূম হইতে এক ঝনঝনানি গান বাজিয়া উঠিল। হাতে চা লইয়া অতি সত্ত্বর গেলাম দেখিতে ঘটনা কি! দেখিলাম টিভি তে মিলা নাম্নী এক লাস্যময়ী তরূনী বিভিন্ন অংগ ভংগী করিয়া, আবেদনময়ী চাহনীতে, অতিব আকর্ষনীয় দেহবল্লরী লইয়া ধোয়া উঠা স্টেজে গান গাহিতেছে। গানের নাম ডিস্কো বান্দর! কোথা হইতে সময় গেলো বুঝিলাম না। আমার হাতের ধোয়া উঠা চা ঠান্ডা হইয়া গেলেও আমার হৃদয় খানি হইয়া উঠিল উষ্ম! হা করিয়া সদ্য যৌবনপ্রাপ্ত কিশোরের ন্যায় মিলার নাচ গিলিতে লাগিলাম! কিন্তু বিধি বাম! আমি ইহা খেয়াল করি নাই কখন যে আমার অতি কঠোর কোমলে মিশ্রিত স্ত্রী, যিনি এইসব ছোকরা ছুকরিদের নাচা প্যাদা একটুও বরদাস্ত করেন না তিনি দরজায় দাড়াইয়া একবার আমার দিকে একবার আমার সদ্য আবিস্কৃত লাস্যময়ী মিলার দিকে তাকাইয়া তাকাইয়া ফুসিতেছেন! এর পরের কাহিণী একজন পুরূষ হিসাবে না বলাই শ্রেয়! তবে একটা কথা এই যে, এর পরে সারাজীবনের জন্য মিলা আমার বাসায় ব্যান খাইছে! এবং আমার স্ত্রীর অনেক গুলা ঝারির মধ্যে যোগ হইয়াছে আমি নাকি বুড়া ডিস্কো বান্দর! পরে সামু তে আসিলাম, দেখিলাম, শুনিলাম এবং হইয়া গেলাম ডিস্কো বান্দর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.