আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির ফাঁদে বেনাপোল

সীমান্তের দুই দিকে বিভিন্ন কারণে ছুটি মিলিয়ে ৬ থেকে ১৮ অগাস্ট ১৩ দিনের মধ্যে বেনাপোল ও উল্টোদিকে ভারতের পেট্রাপোল বন্দরে স্বাভাবিক কার্যক্রম চলবে মাত্র চার দিন- ৭ এবং ১২ থেকে ১৪ অগাস্ট।  
এর মধ্যে আবার ১২-১৩ অগাস্ট হরতালের কারণে বেনাপোল থেকে সারা দেশে পণ্য পরিবহন সম্ভব হবে না।
ফলে সীমান্তের দুই পাশে দীর্ঘ  ‘ট্রাকজট’ সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা।
ছুটির এই দিনগুলোতে স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর সি অ্যান্ড এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮ থেকে ১১ অগাস্ট ছুটির কারণে পেট্রাপোল বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে।


আর এইপারে বেনাপোলে শবে কদরের জন্য মঙ্গলবার (৬ অগাস্ট) এবং ৮ থেকে ১০ অগাস্ট ঈদের ছুটি। ১১ অগাস্ট রোববার পেট্রাপোলের সাপ্তাহিক ছুটি।
ঈদের ছুটি শেষে ১২ ও ১৩ অগাস্ট সারা দেশে  হরতাল ডেকেছে জামায়াত। এরপর ১৪ অগাস্ট খোলা থাকলেও তার পরদিনই বাংলাদেশে জাতীয় শোক দিবস এবং ভারতে প্রজাতন্ত্র দিবসের ছুটি।
এরপর ১৬ ও ১৭ অগাস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

পরদিন ১৮ অগাস্ট রোববার পেট্রাপোলের সাপ্তাহিক ছুটি।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি  সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ঈদের ছুটি শেষে ১২ অগাস্ট সোমবার সকাল থেকে সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে। জামায়াতের হরতালের কারণে দুই দিন স্থল বন্দর থেকে পণ্য পরিবহন সম্ভব হবে না।
“১৪ আগস্ট বন্দর খোলা থাকলেও পরদিন দুই দেশেই সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির কারণে কাজকর্ম ফের বন্ধ হয়ে যাবে চার দিনের জন্য। ”
সিরাজ জানান, শনিবার ও রোববার দুদেশের সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের শুল্ক বিভাগের কাজকর্ম বন্ধ থাকে।

তবে আমদানি রপ্তানি কার্যক্রম চলে।
কার্ত্তিক চক্রবর্তী জানান, বন্দরে স্থান সঙ্কুলান না হওয়ায় পেট্রাপোল বন্দরের ট্রাক টার্মিনাল, পার্কিং ও বনগাঁও টার্মিনালে এমনিতেই কয়েকশ পণ্য বোঝাই ট্রাক খালাসের অপেক্ষায় রয়েছে। সামনের দীর্ঘ ছুটিতে পরিস্থিতির আরো অবনতি ঘটবে।
“এসব পণ্য পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ঢুকবে  ছুটি শেষে। এতে দুই বন্দরেই তীব্র যানজটের সৃষ্টি হবে।


বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামারুজ্জামান জানান, ছুটিতে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো সমস্যা হবে না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।