আমাদের কথা খুঁজে নিন

   

সাগরে ৪ জেলে নিখোঁজ

মঙ্গলবার দুপুরে ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে ১২ জন তীরে এসে পৌঁছালেও ৪ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা।
এরা হচ্ছেন- কুয়াকাটার মো. কামাল হোসেন, কক্সবাজার জেলার মো. আলাউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন ও নূর হোসেন বশার।
তিনি জানান, ৩ দিন আগে ১৬ জন জেলে ও মাঝি নিয়ে ট্রলারটি নিয়ে মাছ ধরতে গভীর সাগরে যায়। দুপুরে মৎস্য বন্দর আলীপুরে ফিরে আসার সময় ঢেউয়ের তোড়ে ডুবে গিয়ে ৪ জেলে নিখোঁজ হয়।
এ সময় আশপাশের জেলেরা সাগরে ভাসতে দেখে ১২ জনকে উদ্ধার করে মৎস্য বন্দরে পৌঁছে দেয় বলে জানান আনছার উদ্দিন মোল্লা।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় ম-ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলারটি ও নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।