আমাদের কথা খুঁজে নিন

   

সাগরে স্পীড বোট

আমার ব্যক্তিগত ব্লগ

টিভিতে দেখে দেখে খুব সখ ছিল (এখনও আছে) স্পীড বোটে ওঠার। ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষে সবাই মিলে কক্সবাজার গেলাম। তখন কথা ছিল মহেষখালীতে যাবার। খুব আশা নিয়ে বুক বাধলাম, হয়তো স্পীড বোটে ওঠার সুযোগ পাব। আশায় গুড়েবালি, আবহাওয়া খারাপ থাকায় মহেশখালী যাবার প্রোগ্রাম ক্যানসেল করা হলো।

দ্বিতীয় সুযোগ পেলাম যখন রাংগামাটি গেলাম তখন। স্পীড বোটে করে লেকে ঘুরলাম। হাজার অনুরোধেও স্পীড বোটে স্পীড দেয়া হলোনা। তৃতীয় সুযোগ হলো চট্রগ্রামের পতেংগা বীচে। ২০ টাকায় ৩ মিনিট ঘুরলো, তীর দিয়েই।

স্পীড বোটের সখ মিটলো মালয়েশিয়ায়। যখন স্পীড বোট হালকা উত্তাল সাগরের মাঝে প্রচন্ড বেগে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে নিয়ে গেল। এখনও মনে হলে মন চন্চল হয়ে ওঠে। আমি বসে ছিলাম স্পীড বোটের কিনারায়। সাগরের ঢেউ ছলকে ছলকে আমার গায়ে পড়ছিল।

স্পীড বোট বার বার লাফিয়ে উঠে উঠে নামছিল, সাথে প্রচন্ড বাতস। উফ, দারুন!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।