আমাদের কথা খুঁজে নিন

   

ভানু সে বসিলো পাটে

http://profiles.google.com/mshahriar

নিভে গেলো নতুন বছরের প্রথম দিবসের প্রথম সূর্যটা৷ এই তো কিছু আগে এই গ্রহবাসী অনেক আয়োজন করে একটি বছরকে বিদায় জানিয়েছে৷ ব্রক্ষ্মাণ্ডের অভিধানে দিন-রাত-মাস-বছর কিছু নেই, কিন্তু মানুষের অভিধানে তো আছে৷ তাই একটি বছর জমা হয়েছে স্মৃতির পাতায়৷ আর কখনো ফিরবে না সে৷ তার শুধু যাওয়া আছে, ফিরে আসা নেই৷ ফিরে আসা নেই আসলে কোনোকিছুরই৷ সবকিছু কেবলই চলে যায়৷ সময়, দিন-রাত-নক্ষত্র-বছর, জীবন অথবা প্রিয়তমা, ভালোলাগা মন্দলাগা, অথবা বয়স, সব কেবলই চলে যায়৷ হারিয়ে যায়৷ তবু পিছু ফিরে চায় না মানুষ৷ বিপুল উদ্দীপনায় স্বাগত জানায় নতুন বছর৷ উৎসবের আতশবাজির ভীড় ঠেলে চেয়ে দেখি নতুন বছরের উদীয়মান প্রথম সূর্য৷ কতো আশা আর নিরাশায় দুলে যায় মন৷ হয়তো অন্যরকম হবে এবার সবকিছু... হয়তো... হয়তো কি... জানি না৷ মোবাইলটা কেপে ওঠে৷ একের পর এক ফোন আসে৷ মেসেজে মেসেজে ভরে যায় মোবাইল আর ইন্টারনেটের পাতা৷ নতুন বছরের শুভেচ্ছা৷ সুখী হোক নতুন বছর৷ আমিও শুভেচ্ছা জানাই৷ কামনা করি সুখী হোক সবাই৷ সুখী হোক সবার বছর৷ যদিও জানি পথের ধারের উলঙ্গ ফুটপাতে হয়তো ঠাণ্ডায় তিরতির করে কাঁপছে কোনো মাবব শিশু৷ হয়তো শকুনেরা উদ্দত নখর মেলে ভাবছে- চালের দাম বাড়াবার এ এক ভালো সুযোগ৷ হয়তো পৃথিবীর কোনো পথের খাদে উল্টে পড়ে আছে কোনো বাস৷ হয়তো নতুন বছরকে স্বাগত জানাতে আসা কতো মানুষ লাশ হয়ে গেছে কোনো বোমার বিস্ফোরণে৷ হয়তো পৃথিবীর রাস্ট্রনায়কেরা ভ্রু কুচকে ভাবছে- কোন দেশটা আক্রমন করা যায়; কোন দেশের কতোগুলা মানুষ মারলে ইতিহাসের পাতায় সাহসী রাস্ট্রনায়ক হিসেবে উঠে যাবে তাদের নাম৷ আমি এসবই জানি৷ আমি জানি পৃথিবী থেকে কমবে না শকুনের দল৷ উদ্দত নখর মেলে ক্রুর দৃষ্টিতে তার চেয়ে থাকা৷ জানি নতুন বছরে সুখী হওয়া হবে না সবার, বরং শুকিয়ে যাবে অনেক জীবন৷ তবু আমি মেসেজের পর মেসেজ পাঠাই৷ আতশ বাজির বিস্ফোরণে আনন্দে উদ্বেলিত হই৷ অনর্গল ফোনের পর ফোনে বলে যাই- সুখী হও, সুখী হও, সুখী হও৷ আমরা বড় সুখের প্রত্যাশী৷ তবু জীবনে সুখ আসে কই৷ অনন্ত সংগ্রাম আমাদের পায় না সুখের ঠিকানা৷ গুটি গুটি পায়ে দৌড়ে চলে যায় ক্লান্ত সময়৷ আর তখন, নতুন বছরের প্রথম দিবসের প্রথম সূর্যটাকে নিভে যেতে দেখে চমকে উঠি৷ কি আশ্চর্য দ্রুততায় বয়ে যায় সময়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।