আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন যাবজ্জীবন 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল বেলা সোয়া ১১ টার দিকে ওই কয়েদি মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত কয়েদির নাম মো. আইয়ুব আলী সরদার (৬২)। তিনি উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর এলাকার বাসিন্দা ও পুলিশের সহকারী উপ-পরিদর্শক। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার পার্থ গোপাল বণিক জানান, ঈদুল ফিতর উপলক্ষে সাজা মওকুফের জন্য সুপারিশ করে বিনম্র ৪ কয়েদির নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় তাদের মধ্য থেকে শুধুমাত্র একজনের সাজা মওকুফ করেছেন। ডেপুটি জেলার আমিরুল ইসলাম জানান, মো. আইয়ুব আলী সরদার পুলিশের সহকারী উপ-পরিদর্শক ছিলেন। ১৯৯০ সালে তার হাতে এক আসামি নিহত হলে ৯৩ সালে তার ফাঁসির আদেশ হয়। ফাঁসির আদেশের বিরুদ্ধে আইয়ুব উচ্চ আদালতে আপিল করলে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। ১৯৯৯ সাল থেকে তিনি বরিশাল কারাগারে ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.