আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফট অফিস ২০০৭ এর ফাইল ফরম্যাট নিয়ে দুশ্চিন্তা বাদ দিন অফিস ২০০৩ ব্যবহারকারীগণ।

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

অনেকদিন ধরেই সমস্যায় ভুগছিলাম মাইক্রোসফট অফিস ২০০৭ এর ফাইলগুলো নিয়ে। আমি অফিস ২০০৩ তে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে ২০০৭ ইন্সটল করার কথা ভাবতেও পারছিলাম না। আবার অনেকেই ছিল যাঁরা আপডেট সফটওয়ার ব্যবহার করার বাতিকে(!) ভুগার কারণে ২০০৭ ব্যবহার করতেন। ফলশ্রুতিতে দেখা যেত আমার কাছে যা ফাইল এসে পৌঁছায় তার অধিকাংশই .docx/.pptx/.xlsx ইত্যাদি ফরম্যাটের, অর্থ্যাৎ, অফিস ২০০৭ এর ডিফল্ট ফরম্যাটের। এমন নয় যে অফিস ২০০৭ এ .doc/.ppt/.xls ফরম্যাটে সেভ করা যায় না, কিন্তু কার এত সময় যে আমাদের মত অভাজনদের জন্য ম্যানুয়ালি অন্য ফরম্যাটে সেভ করবে একটা ফাইলকে? আজ গুগলের সুবাদে পেয়ে গেলাম মাইক্রোসফটের File Format Converter নামের সফটওয়ারটি, যা ইনস্টল করে সহজেই আপনি ২০০৭ অফিসের ফাইলগুলোকে আপনার ২০০৩ এর অফিসে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র ফাইল এক্সটেনশনটি পরিবর্তন করে দিয়ে। সফটওয়ারটির ডাউনলোড করতে ঘুরে আসুন বিল গেটসের বাড়ি থেকে! সফটওয়ারটির পোষাকি নাম হচ্ছে মাইক্রোসফট অফিস কমপ্যাটিবিলিটি প্যাক। উল্লেখ্য যে একই বিষয়ে এর আগে আমার জানামতে ব্লগার টিপস ম্যান এর আগে একটি পোস্ট দিয়েছিলেন চলতি বছরের ৫ই আগস্ট। তাঁর সেই পোস্টে হিট সংখ্যা ও কমেন্ট সংখ্যা দেখে মনে হল আমি আবার দিতে পারি এই সম্পর্কিত পোস্ট, অন্তত নতুন একজনেরও যদি কাজে আসে! ধন্যবাদ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.